#শ্রীনগর: জম্মু-কাশ্মীর প্রশাসন মঙ্গলবার বিকেলে জম্মুরবেশ কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করল ৷ এর পাশাপাশি হাসপাতাল, ব্যাঙ্কে, হোটেল সহ একাধিক জরুরি পরিষেবা প্রদান করা সংস্থাগুলির ক্ষেত্রে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা ব্যবহারের অনুমতি দিল ৷
একটি সরকারি স্টেটমেন্টে জানানো হয়েছে, এই নির্দেশ ১৫ জানুয়ারি থেকে লাগু করা হয়েছে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে কাশ্মীর ডিভিশনে অতিরিক্ত ৪০০ ইন্টারনেট কিয়োস্ক স্থাপন করা হবে ৷ কিয়োস্ক এমন একটি বুথ যেখানে ইন্টারনেট কাজ করবে ৷ যার সাহায্যে সহজেই কাজ সেরে নেওয়া যাবে ৷
ইন্টারনেট প্রদানকারী সমস্ত সংস্থার তরফে জানানো হয়েছে ব্যাঙ্ক, হাসপাতালের পাশাপাশি সরকারি কার্যালয়েও ব্রডব্যান্ড সুবিধা মিলবে ৷ পর্যটনের জন্য হোটেল ও ট্যুর সংস্থাগুলিকেও ব্রডব্যান্ড ব্যবহারের সুবিধা দেওয়া হবে ৷
জম্মু, সাম্বা, কাঠুয়া, উধমপুর, রিয়াসিতে ই-ব্যাঙ্কিংয়ের পাশাপাশি সুরক্ষিত ওয়েবসাইট দেখার জন্য পোস্ট পেড মোবাইলে ২ জি কানেক্টিভিটি দেওয়া হবে ৷ সম্প্রতি শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে যে সংবিধানের Article 19 ইন্টারনেট ব্যবহার করা মৌলিক অধিকারের মধ্যে পড়ে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2G Internet Service, Broadband, Internet service, Jammu And Kashmir