Two years of Demonetisation: পার হল আরও একটা বছর, নোট বাতিলের পর কী পেল দেশ?

Last Updated:
#নয়াদিল্লি: ২০১৬ সালের ৮ নভেম্বর। দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ৫৫ মিনিটের ভাষণ। গোটা দেশ তোলপাড়। ১০০০ ও ৫০০ হাজার নোট বাতিলের সিদ্ধান্ত মোদি সরকারের। এটিএম, ব্যাঙ্কেও বসে নিয়ন্ত্রণ। প্রতিশ্রুতি, মাত্র ৫০ দিনের মধ্যে কালো টাকা মুক্ত হবে অর্থনীতি। বহু ভোগান্তি, অনেক হয়রানির পর হাতে কি এল? আরবিআইয়ের রিপোর্ট জানাচ্ছে, কালো টাকা নষ্টের বদলে ব্যাঙ্কেই ফেরত এসেছে। ২ বছর পরেও নোট বাতিল নিয়ে লাভ-ক্ষতির হিসাবনিকেশ চলছেই।
পাঁচটি লক্ষকে সামনে এসে নোট বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। এক বছর সেই লক্ষ্যপূরণের হিসাব কষতে বসে সবটাই গুলিয়ে যেতে বাধ্য। নোট বাতিলের হাত ধরে বিভিন্ন ক্ষেত্রে ঐতিহাসিক ফল মেলার আশায় ছিল মোদি সরকার।
advertisement
কালো টাকার সিংহভাগ অন্তত ৩ লক্ষ কোটি ফেরত আসবে না
সন্ত্রাসবাদীদের টাকার জোগান বন্ধ হবে
advertisement
কালো টাকাকে করের আওতায় আনা যাবে
কয়েক হাজার কোটি জাল নোট শনাক্ত হবে
ডিজিটাল লেনদেন গতি পাবে
৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে নরেন্দ্র মোদি বলেন,
‘‘দেশে কালো টাকা থাবা ফেলেছে ৷ একদিকে বিশ্ব অর্থনীতিতে আমরা এগিয়ে, অন্যদিকে দেশকে গ্রাস করছে দুর্নীতি ৷ আমার দেশবাসী সৎ ৷ এই দেশ দুর্নীতির বিরুদ্ধে লড়ছে লড়বে ৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধেও লড়বে দেশবাসী ৷ জঙ্গিদের টাকা কারা দিচ্ছে ? বছরের পর বছর প্রতিবেশী দেশ এই কাজ করছে ৷ জাল নোট, সন্ত্রাসবাদ দেশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ জঙ্গিরাই জাল নোট আনছে’ ৷ তাদের সাহায্য করছে প্রতিবেশী দেশ ৷ আমরা ব্যবস্থা নিয়েছি ৷ দেশকে দুর্নীতিমুক্ত করতে আরও কড়া আইন আনা হচ্ছে ৷ ’’
advertisement
নভেম্বরের ৯ তারিখ সকাল থেকেই বদলে গিয়েছিল আম-আদমির জীবন। বাজারের পরিবর্তে ব্যাঙ্কে ছোটা - লম্বা লাইনে দাঁড়িয়ে দিন কাবার। এটিএমের সামনে হা-পিত্যেশ। বহু ছোট ও মাঝারি সংস্থায় চাকরি হারান বহু মানুষ। তাতে নোট বাতিল নিয়ে সমর্থনের অভাব হয়নি। ভালো কিছুর আশায় তখনও বুক বেঁধে মানুষ।
অর্থনীতিবিদরা অবশ্য অশনি সংকেত দেখছিলেন। তর্ক-বিতর্ক, যুক্তি-পালটা যুক্তির মধ্যেই এল আরবিআইয়ের রিপোর্ট। কালো টাকার কারবারিদের হাতে হেরে ভুত মোদি সরকার। চূড়ান্ত ফ্লপ নোট বাতিল।
advertisement
- বাতিল ১৫.৪৪ লক্ষ কোটির মধ্যে ব্যাঙ্কে জমা পড়েছে ১৫.২৮ লক্ষ কোটি
- অর্থাৎ ফেরত এসেছে প্রায় ৯৯ শতাংশ টাকাই
- সাড়ে ১২ লক্ষ কোটির বেশি জমা পড়বে না বলে অনুমান করে কেন্দ্র
- আদতে সাদা ও কালো টাকার পুরোটাই জমা পড়েছে ব্যাঙ্কে
ব্যাঙ্কের সামনে দিনভর লাইনে দাঁড়িয়ে কি মিলল? কালো টাকা কোথায় গেল? নোট বাতিলের পর নিয়ম করে নিয়ম বদলেছিল কেন্দ্র। দাবি করা হয়, কালো টাকার কারবারিদের আটকাতেই পরিকল্পনা করে নিয়ম বদল হচ্ছে। তাতে উল্টে নতুন বিপত্তি।
advertisement
ব্যাঙ্কে বিপুল নগদে সমস্যায় ব্যাঙ্কিং শিল্প
অধিকাংশ ব্যাঙ্কই সেভিংস অ্যাকাউন্টে সুদ কমিয়েছে
অর্থনীতিতে কালো টাকা ঢোকায় চাপ মুদ্রাস্ফীতিতে
এর দায় বহন করতে হবে আম-আদমিকে
আর্থিক পরিসংখ্যান তো আর মিথ্যে বলে না? তাই নোট বাতিলের ২ বছর পরেও ডিজিটাল লেনদেনের কথা বলেই অবস্থা সামলাতে হচ্ছে মোদি সরকারকে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Two years of Demonetisation: পার হল আরও একটা বছর, নোট বাতিলের পর কী পেল দেশ?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement