মদ্যপ পাত্রকে বিয়ের আসর থেকেই ফিরিয়ে দিল পাত্রী

Last Updated:
#ডুমরি চাপিয়া: পাত্র মদ্যপ অবস্থায় এসেছে বিয়ের মণ্ডপে৷ তাই বিয়ের আসর থেকেই তাকে নাকচ করে দিলেন পাত্রী৷ পাত্রকে দেখেই নিজের বাবা, মাকে অপছন্দের কথা জানান বছর কুড়ির রিঙ্কি কুমারী৷ ঘটনাটি ঘটেছে বিহারের ডুমরি চাপিয়াতে৷
একটি সংবাদ সংস্থাকে রিঙ্কির বাবা ত্রিভূবন শাহ বলেন, পাত্র বাবু কুমার এতটাই মদ্যপ ছিল যে কোনও তালজ্ঞান ছিল না৷ ঠিকমতো দাঁড়াতেও পারছিল না পাত্র৷ এমনকী, বিয়ের আচার-অনুষ্ঠানও ঠিকমতো পালন করার অবস্থায় ছিল না বলে জানিয়েছেন রিঙ্কির আত্মীয়েরা৷
এরপরই তাকে ছেঁকে ধরেন গ্রামবাসীরা৷ পণসামগ্রী, টাকাপয়সা যা পাত্রের বাড়ি থেকে নেওয়া হয়েছিল তা ফেরত না দেওয়া পর্যন্ত পাত্রের পরিবারকে মণ্ডপ ছেড়ে যেতে দেয় না তারা৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
মদ্যপ পাত্রকে বিয়ের আসর থেকেই ফিরিয়ে দিল পাত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement