Boycott China| আরও জোরাল 'বয়কট চিন'! চিনের সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করল রেল
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
রেলের তরফে কারণ হিসেবে বলা হয়েছে, পূর্বে কানপুর ও মোঘলসরাইয়ের মধ্যে ৪১৭ কিমি ফ্রেইট করিডরে সিগনালিং ও টেলিকমিউনিকেশন কাজের জন্য যে চিনা সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল, তাদের কাজের গতি অত্যন্ত খারাপ৷
#নয়াদিল্লি: লাদাখ সীমান্তে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পরে গোটা দেশজুড়ে বয়কট চিন স্লোগান উঠেছে৷ চিনা পণ্য বয়কট করার নানা উদ্যোগ শুরু হয়েছে৷ এ হেন পরিস্থিতিতে চিনা সংস্থার সঙ্গে চুক্তিও বাতিল করার সিদ্ধান্ত নিল রেল৷ রেলের তরফে কারণ হিসেবে বলা হয়েছে, পূর্বে কানপুর ও মোঘলসরাইয়ের মধ্যে ৪১৭ কিমি ফ্রেইট করিডরে সিগনালিং ও টেলিকমিউনিকেশন কাজের জন্য যে চিনা সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল, তাদের কাজের গতি অত্যন্ত খারাপ৷
In view of poor progress, it is decided by Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL) to terminate the contract with Beijing National Railway Research and Design Institute of Signal and Communication Group Co. Ltd. pic.twitter.com/CZerMVSwIf
— ANI (@ANI) June 18, 2020
advertisement
advertisement
বেজিং-এর ন্যাশনাল রেলওয়ে রিসার্চ অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউটকে ২০১৬ সালে ৪৭১ কোটি টাকার বরাত দিয়েছিল রেল৷ এই সংস্থাটি মূলত রেলের সিগনাল ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে কাজ করে৷ চুক্তি অনুযায়ী, কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালে৷ কিন্তু এতদিনে মাত্র ২০ শতাংশ কাজ এগিয়েছে৷
বুধবার ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DoT)-ও জানিয়ে দেয়, চিনা সংস্থা Huawei ও ZTE-র মতো কোম্পানির সঙ্গে পার্টনারশিপে কাজ করা হবে কিনা ভবিষ্যতে, তা নিয়ে পর্যালোচনা করা হবে৷
advertisement
CNBC-TV18-কে টেলিকম দফতরের এক সূত্র জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল-কেও 4G নেটওয়ার্ক আপগ্রেডে চিনা সরঞ্জাম বর্জন করতে বলা হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 18, 2020 5:09 PM IST