এবার মদের বোতলেও ‘খরা’!

Last Updated:

খরার কোপে এবার মদ ৷ খরার জেরে টান পড়তে চলেছে সুরার ভাঁড়ারে ৷

#মুম্বই: খরার কোপে এবার মদ ৷ খরার জেরে টান পড়তে চলেছে সুরার ভাঁড়ারে ৷ মদ তৈরিতে জল সরবরাহ করতে নারাজ হাইকোর্ট ৷
মহারাষ্ট্রের খরা পরিস্থিতি এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ৷ পরিস্থিতির মোকাবিলায় নজিরবিহীন নির্দেশ মুম্বই হাইকোর্টের ৷ জনবসতি অঞ্চলে জল সরবরাহ অব্যাহত রাখতে মদ কারখানায় জল সরবরাহে রেশনিং করার নির্দেশ দিল আদালত ৷ মদ তৈরির কারখানায় এক ধাক্কায় ৬০ শতাংশ পর্যন্ত জল সরবরাহ কমিয়ে দেওয়ার নিদান আদালতের ৷ আদালতের যুক্তি, যেখানে মানুষ জলকষ্টে ভুগছে সেখানে মদ তৈরির জন্য এত জল সরবরাহ অপচয়ের সমান ৷ আগামী ১০ মে পর্যন্ত মদ কারখানায় জল সরবরাহ কমিয়ে অর্ধেক করে দেওয়ার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চ ৷ একই সঙ্গে এই বেঞ্চের সিদ্ধান্ত, ১১ মে থেকে জল সরবরাহের পরিমাণ কমিয়ে মাত্র ৪০ শতাংশ করে দেওয়া হবে ৷
advertisement
অতএব জলের পরিমাণ কমলে মদের উৎপাদনও যে কমবে তা বলতে কোনও ইকনমিকস বা স্ট্যাটিক্সটিকের দরকার নেই ৷ তাই জলের মতো মদেও এবার থাবা বসাতে চলেছে ‘খরা’ ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
এবার মদের বোতলেও ‘খরা’!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement