এবার মদের বোতলেও ‘খরা’!
Last Updated:
খরার কোপে এবার মদ ৷ খরার জেরে টান পড়তে চলেছে সুরার ভাঁড়ারে ৷
#মুম্বই: খরার কোপে এবার মদ ৷ খরার জেরে টান পড়তে চলেছে সুরার ভাঁড়ারে ৷ মদ তৈরিতে জল সরবরাহ করতে নারাজ হাইকোর্ট ৷
মহারাষ্ট্রের খরা পরিস্থিতি এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ৷ পরিস্থিতির মোকাবিলায় নজিরবিহীন নির্দেশ মুম্বই হাইকোর্টের ৷ জনবসতি অঞ্চলে জল সরবরাহ অব্যাহত রাখতে মদ কারখানায় জল সরবরাহে রেশনিং করার নির্দেশ দিল আদালত ৷ মদ তৈরির কারখানায় এক ধাক্কায় ৬০ শতাংশ পর্যন্ত জল সরবরাহ কমিয়ে দেওয়ার নিদান আদালতের ৷ আদালতের যুক্তি, যেখানে মানুষ জলকষ্টে ভুগছে সেখানে মদ তৈরির জন্য এত জল সরবরাহ অপচয়ের সমান ৷ আগামী ১০ মে পর্যন্ত মদ কারখানায় জল সরবরাহ কমিয়ে অর্ধেক করে দেওয়ার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চ ৷ একই সঙ্গে এই বেঞ্চের সিদ্ধান্ত, ১১ মে থেকে জল সরবরাহের পরিমাণ কমিয়ে মাত্র ৪০ শতাংশ করে দেওয়া হবে ৷
advertisement
অতএব জলের পরিমাণ কমলে মদের উৎপাদনও যে কমবে তা বলতে কোনও ইকনমিকস বা স্ট্যাটিক্সটিকের দরকার নেই ৷ তাই জলের মতো মদেও এবার থাবা বসাতে চলেছে ‘খরা’ ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2016 4:59 PM IST