'আমার ব্যাগে বোম আছে', দিল্লিগামী বিমানে ভয়ানক কাণ্ড, মাঝআকাশে হইচই

Last Updated:

Bomb scare in Akasa Flight: ব্যাগে বোম আছে। যাত্রীর বিস্ফোরক দাবিতে হইচই পড়ল মাঝআকাশে।

নয়াদিল্লি : আকাসা এয়ারলাইন্সের বোর্ডে একজন যাত্রী শনিবার ভোর রাতে চাঞ্চল্যের পরিস্থিতি সৃষ্টি করলেন। তাঁর ব্যাগে বোমা রয়েছে বলে চিৎকার জুড়ে দেন সেই যাত্রী।
পুনে থেকে দিল্লিগামী বিমানে এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিমানটিকে তড়িঘড়ি দিল্লির পরিবর্তে মুম্বাই বিমানবন্দরে পাঠানো হয়।
তদন্তে যুবকের এই দাবি ভুয়ো বলে ধরা পড়ে। ঘটনার গুরুত্ব দেখে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই বিমানে ১৮৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন।
advertisement
আরও পড়ুন- শক্তিশালী ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ…! পুজোর আবহাওয়ায় অশনি সঙ্কেত!
আকাসা এয়ারের দ্বারা জারি করা একটি সরকারী বিবৃতি অনুযায়ী, ‘আকাসা এয়ারের ফ্লাইট QP 1148, ১২.০৭-এ পুনে থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেছিল। ওড়ার পরই একটি নিরাপত্তাজনিত সতর্কতা পাওয়া গিয়েছিল।
advertisement
বিমানটি মুম্বাইয়ের দিকে মোড় নেয়। ক্যাপ্টেন সমস্ত প্রয়োজনীয় জরুরী প্রক্রিয়া অনুসরণ করেন। ১২.৪২ মিনিটে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয় বিমানটিকে।
ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে একজন পুলিশ অফিসার বলেছেন, “সিআইএসএফ অফিসার মুম্বাই পুলিশ কন্ট্রোলকে রাত আড়াইটার দিকে ঘটনাটি সম্পর্কে অবহিত করেন। তার পরে সেই ফ্লাইটের যাত্রীর লাগেজ তল্লাশি করা হয়। বোম্ব ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস) টিমের পাশাপাশি পুলিশ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু তদন্তে পুলিশ সেখানে কোনো সন্দেহজনক বস্তু পায়নি।
advertisement
আরও পড়ুন- সরে দাঁড়ালেন নিজের আইনজীবী, মামলায় স্থগিতাদেশ চাইলেন মহুয়া!বেজায় চাপে TMC সাংসদ
ফ্লাইটে সেই যাত্রীর সঙ্গে এক আত্মীয়ও ছিলেন। তিনি পুলিশ কর্মকর্তাদের বলেছিলেন, বুকে ব্যথার ওষুধ খেয়েছিলেন। তার প্রভাবে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। সম্পূর্ণ তদন্তের পরে ফ্লাইটটি সকাল ৬ টায় মুম্বাই বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে ছেড়ে যায়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'আমার ব্যাগে বোম আছে', দিল্লিগামী বিমানে ভয়ানক কাণ্ড, মাঝআকাশে হইচই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement