ইস্তানবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, মৃত ১০
Last Updated:
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের ইস্তানবুল ৷ মঙ্গলবার শহরের একটি পর্যটনক্ষেত্রে বিস্ফোরণটি ঘটে বলে জানা গিয়েছে ৷ ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে ৷ আহতের সংখ্যা একাধিক ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে ৷
#ইস্তানবুল: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের ইস্তানবুল ৷ সংবাদমাধ্যম সূত্রের খবর, মঙ্গলবার শহরের সেন্ট্রাল সুলতানহামেট পর্যটন কেন্দ্রে বিস্ফোরণটি ঘটে ৷ ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে ১০ জন ৷ আহতের সংখ্যা ১৫৷ আহতদের আশঙ্কা জনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
পুলিশ জানিয়েছে, ঐতিহাসিক ‘ব্লু মস্ক’ থেকে ২৫ মিটার দূরে একটি পার্কের কাছে ওই বিস্ফোরণ হয়। বিস্ফোরণস্থলটি ঘিরে রেখেছে নিরাপত্তাবাহিনী ৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি ৷ কোন ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 12, 2016 2:52 PM IST