Home /News /national /
সোনমের রিসেপশন, কে কেমন নাচলেন, দেখুন ভিডিও

সোনমের রিসেপশন, কে কেমন নাচলেন, দেখুন ভিডিও

Photo: Twitter

Photo: Twitter

বলিউডের হেভিওয়েট বিয়ে ৷ তাই তোড়জোড় থেকে হৈ হুল্লোড়, খানাপিনা থেকে নাচাগানা, ফ্ল্যাশ লাইট থেকে ফ্যাশন, সবটাই ছিল পূর্ণমাত্রায় ৷ গাঁটছড়া বাঁধলেন সোনম কাপুর আর আনন্দ আহুজা ৷

 • Share this:

  #মুম্বই: বলিউডের হেভিওয়েট বিয়ে ৷ তাই তোড়জোড় থেকে হৈ হুল্লোড়, খানাপিনা থেকে নাচাগানা, ফ্ল্যাশ লাইট থেকে ফ্যাশন, সবটাই ছিল পূর্ণমাত্রায় ৷ গাঁটছড়া বাঁধলেন সোনম কাপুর আর আনন্দ আহুজা ৷ শিখ রীতি মেনে তিন দিন ধরে চলল বিয়ের সমস্ত অনুষ্ঠান ৷ মঙ্গলবার সকালে বান্দ্রা রকডেলে বিয়ের পর রাতে লীলা হোটেলে ছিল রিসেপশন পার্টি ৷ সেখানে ভিড় জমিয়েছিল প্রায় গোটা বলি ইন্ডাস্ট্রি ৷ আর বলিউড এক মঞ্চে উঠলে সেখানে যে মস্তি হবেই সে আর নতুন কথা কী ?

  আরও পড়ুন:  সোনম অত্যন্ত লোভি মেয়ে ! সোনমের বিয়ে নিয়ে বিতর্কের ঝড় ইন্টারনেটে

  রিসেপশনের পার্টিতে শেভরন ডার্ক গ্রে রঙের লেহেঙ্গা আর অনামিকা খান্নার হোয়াইট গোল্ডে সেজেছিলেন নববধূ সোনম ৷ অন্যদিকে আনন্দ পরেছিলেন কালো শেরওয়ানি ৷ তবে সবচেয়ে বেশি নজর কেড়েছিল আনন্দের পায়ের স্নিকার ৷ শেরওয়ানির সঙ্গে নিজের ব্র্যান্ডের জুতো পরেছিলেন তিনি ৷ উপস্থিত অতিথিদের সাজও ছিল নজরকাড়া ৷ তবে দর্শকদের হৃদয় জয় করল তারকাদের নাচ ৷

  আরও পড়ুন: কনের সাজে সোনম কাপুর, দেখুন প্রথম ছবি

  কখনও হাতে মাইক নিয়ে গান গাইলেন সলমন ৷ সেই গানেই নাচতে দেখা গেল অনিল কাপুর, শাহরুখ খানকে ৷ বাদ গেলেন না নবদম্পতিও ৷ আনন্দকে কোলে তুলে নিলেন রণবীর কাপুর ৷ গানের তালে পা মেলালেন তিনি ৷ যোগ দিলেন সোনমও ৷ সব মিলিয়ে জমজমাট ছিল কাপুর-আহুজা রিসেপশন পার্টি ৷ দেখে নিন তারই কিছু ঝলক ৷

  First published:

  Tags: Anand Ahuja, Bollywood, Mumbai, Party, Reception, Sonam Kapoor

  পরবর্তী খবর