অমিত শাহের কেন্দ্র গান্ধিনগরে ছাপ্পাভোটের অভিযোগ, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের
Last Updated:
#আহমেদাবাদ: গুজরাতের গান্ধিনগরে এই প্রথম ভোটের ময়দানে বিজেপি সভাপতি অমিত শাহ ৷ মঙ্গলবার তৃতীয় দফা নির্বাচনে ভোট এই লোকসভা কেন্দ্র থেকে ভোট দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷ সেই কেন্দ্র থেকেই দু’টি ছাপ্পা ভোটের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ৷ ভিডিওটি ছড়িয়ে পড়তেই রাজ্যের নির্বাচন আধিকারিক তদন্তের নির্দেশ দিয়েছে ৷
বুধবারই প্রকাশ্যে আসে দু’টি ভিডিও ৷ গত ২৩ এপ্রিল গুজরাতে ২৬টি লোকসভা আসনে নির্বাচন হয় ৷ প্রথম ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাদা প্যান্ট-জামা পরে পোলিং বুথে ঢোকে এক ব্যক্তি ৷ ঘরের ভিতরের টেবিলে এক কোণায় বেশ কয়েকটি ডকুমেন্টস পড়েছিল ৷ সেই সমস্ত ডকুমেন্টসই সাক্ষর করেন তিনি ৷ মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে ৷ বিরোধীদের দাবি, গুজরাতের সানান্দ তেহসিলের বাপুপুরা বুথ কেন্দ্রে ছাপ্পা ভোট চলছিল ৷
advertisement
রাজ্যসভার বাইরে এসে এই প্রথম লোকসভার পিচে বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর চ্যালেঞ্জ কংগ্রেসের সিজে চাভেদা। তিনি গুজরাত উত্তরের কংগ্রেসের বিধায়ক। এই ভিডিওটির পরিপ্রেক্ষিতে তিনি জালি করেছেন, ‘গতকালই আমি এই ভিডিওটি পাই ৷ তৎক্ষণাৎ আমি জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানাই ৷ কিন্তু আমাকে সাফ জানিয়ে দেওয়া হয়, এই অভিযোগ ভিত্তিহীন ৷ কারণ এই অভিযোগের ভিত্তিতে যথাযথ কোনও তথ্য নেই ৷ তিনি দাবি করেছিলেন, এই ভিডিওটি হয় ভুয়ো নয়তো পূর্ববর্তী নির্বাচনের কোনও ছবি ৷’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 24, 2019 9:48 PM IST
