Police Officer Duped: রিয়্যালিটি শো-এর তারকা সুন্দরী কুস্তিগীরের ‘প্রতারণার ফাঁদে’ পড়ে ৫০ লক্ষ খোয়ালেন তিহাড় জেলের বডিবিল্ডার পুলিশকর্তা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Police Officer Duped: তাঁকে প্রতারণায় অভিযুক্ত পেশাদার কুস্তিগীর রৌনক গুলিয়া ও তার স্বামী অঙ্কিত গুলিয়া
নয়াদিল্লি : সর্ষের মধ্যেই ভূত। ৫০ লক্ষ টাকা জালিয়াতির শিকার তিহাড় জেলের অ্যাসিস্ট্যান্ট সুপার দীপক শর্মা। অভিযোগ, স্বাস্থ্য সংক্রান্ত জিনিসের ব্যবসায় বিনিয়োগের অছিলায় এক মহিলা ও তার স্বামী তাঁকে ঠকিয়েছেন। প্রসঙ্গত দীপক শর্মা কাজের পাশাপাশি বডি বিল্ডিংয়ের প্রতি তাঁর আগ্রহের জন্য সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। তাঁকে প্রতারণায় অভিযুক্ত পেশাদার কুস্তিগীর রৌনক গুলিয়া ও তার স্বামী অঙ্কিত গুলিয়া।
দীপক শর্মার বক্তব্য, ‘ইন্ডিয়াজ আল্টিমেট ওয়ারিয়র’ রিয়্যালিটি শো-এ তাঁর সঙ্গে আলাপ হয় জাতীয় ও রাজ্যস্তরের চ্যাম্পিয়ন কুস্তিগীর রৌনক গুলিয়ার। এই আলাপের সুবাদেই ক্রমশ বিনিয়োগ নিয়ে কথা হয় তাঁদের। গুলিয়া দম্পতির কথায় বিশ্বাস করে হেল্থ প্রডাক্টের ব্যবসায় ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করেন দীপক। তাঁর দাবি, তাঁকে বলা হয়েছিল বড় লভ্যাংশ পাবেন। কিন্তু তার পর তিনি কোনও টাকাই ফেরত পাননি।
advertisement
advertisement
ওয়েস্ট বিনোদ নগরের বাসিন্দা দীপক শর্মা এর পর পূর্ব দিল্লির মধু বিহার থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে অভিযুক্ত পলাতক দম্পতির সন্ধান করছে পুলিশ।
প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় দীপক শর্মা এবং রৌনক গুলিয়া দু’জনেই। তিহাড় জেলের এই অফিসার সোশ্যাল মিডিয়ায় একজন ইনফ্লুয়েন্সার তাঁর বডিবিল্ডিংয়ের জন্য। অন্যদিকে ইনস্টাগ্রামে রৌনকের ফলোয়ার সাড়ে চার লক্ষ জন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2023 4:13 PM IST