৩৫ ফুট বরফের নীচে জীবিত জওয়ানের দেহ উদ্ধার !

Last Updated:

টানা ছ’দিন ধরে ২৫ ফুট বরফের স্তূপের নীচে চাপা ! মৃতদেহ খুঁজে পাওয়াই এসব ক্ষেত্রে অনেক কঠিন কাজ ৷ কিন্তু কাশ্মীরের সিয়াচেনে ঘটে গেল এক ‘মিরাকল’ ঘটনা ৷ সোমবার মৃত নয়, জীবিত অবস্থায় উদ্ধার হলেন এক জওয়ান ৷

#সিয়াচেন : টানা ছ’দিন ধরে ৩৫ ফুট বরফের স্তূপের নীচে চাপা ! মৃতদেহ খুঁজে পাওয়াই এসব ক্ষেত্রে অনেক কঠিন কাজ ৷ কিন্তু কাশ্মীরের সিয়াচেনে ঘটে গেল এক ‘মিরাকল’ ঘটনা ৷ সোমবার মৃত নয়, জীবিত অবস্থায় উদ্ধার হলেন এক জওয়ান ৷ উদ্ধার হওয়া ওই জওয়ান হলেন ল্যান্স নায়েক হানামান থাপা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নর্দান আর্মি কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুডাও বলে ফেলেন, “এটা সত্যিই একটা আশ্চর্যজনক ঘটনা। উদ্ধার হওয়া হানামান আপাতত আরআর হাসপাতালে চিকিৎসাধীন ৷’’
siachen soldier

advertisement
সিয়াচেনের সেনা চৌকিতে টহল দিতে গিয়েই ভয়ঙ্কর তুষার ধসের কবলে পড়েন কর্ণাটকের বাসিন্দা হানামান ও তাঁর ৯ সঙ্গী ৷ প্রবল তুষার ধসে পুরো সেনা চৌকিটাই বরফের তলায় চাপা পড়ে যায়। জোর কদমে উদ্ধার কাজ চালিয়ে  গত পাঁচ দিনে পাঁচ জন সেনা জওয়ানের দেহ উদ্ধার করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি জারি রাখা হয়। ধরেই নেওয়া হয়েছিল কাউকে আর জীবিত অবস্থায় ফিরে পাওয়া যাবে না। কিন্তু তারপরেই সোমবার ঘটল এই অত্যাশ্চর্য ঘটনা ৷ সেনা সূত্রে খবর, উদ্ধারের পর হানামানের নাড়িস্পন্দন পেতেই চমকে ওঠেন সবাই ৷ তড়িঘড়ি তাঁকে বরফের স্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৩৫ ফুট বরফের নীচে জীবিত জওয়ানের দেহ উদ্ধার !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement