#নয়াদিল্লি: জলের বদলে হ্যান্ডস্যানিটাইজার! মুখে নিতেই ভুল বুঝতে পেরে সকলের সামনে বিপাকে পড়লেন বিএমসি'র যুগ্ম পৌর কমিশনার রমেশ পাওয়ার। ঘটনাটি ঘটে বুধবার দিন বাজেট উপস্থাপনের সময়। বক্তৃতা শুরু করার আগেই ভুলবশত হ্যান্ড স্যানিটাইজারের বোতলকে জলের বোতল ভেবে মুখে নিয়ে ফেলেছিলেন তিনি।রমেশ পাওয়ার জানিয়েছেন, "আমি ভাবলাম আমার বক্তৃতা শুরুর আগে জল খাওয়া উচিৎ। তাই বোতলটি তুলে নিয়ে জল খেয়েছিলাম। সেখানে রাখা জলের বোতল এবং স্যানিটাইসার গুলি একই রকম ছিল। তাই এই ঘটনাটি ঘটল। আমি মুখে নিয়েই বুঝতে পারি এটা হ্যান্ড স্যানিটাইজার, তাই না গিলেই আমি মুখ থেকে তৎক্ষণাৎ বের করে ফেলি"।
আপনিও দেখুন সেই ভিডিও---
#WATCH: BMC Joint Municipal Commissioner Ramesh Pawar accidentally drinks from a bottle of hand sanitiser, instead of a bottle of water, during the presentation of Budget in Mumbai. pic.twitter.com/MuUfpu8wGT
— ANI (@ANI) February 3, 2021
বাজেট উপস্থাপনের সময় এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটি প্রায় ৫০০০ ভিউ এবং বেশ কয়েকটি লাইক এবং রিট্যুইট পেয়েছে। একজন ট্যুইটার ইউজার লিখেছেন, "বাজেট উপস্থাপনের আগে উদ্বেগ।"ঘটনাটি ঘটার পর রমেশ পাওয়ার হল থেকে বের হয়ে কিছুক্ষণ বিরতি নিয়ে ফিরে আসেন। তারপরে তিনি বাজেট উপস্থাপন করেন। কিন্তু অনুষ্ঠান চলাকালীন কোনও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মুখোমুখি হননি।একজন কর্মকর্তা বলেছেন, এই ঘত্বটনার পরে হ্যান্ড স্যানিটাইজারের বোতল গুলি টেবিল থেকে সরিয়ে ফেলা হয়। "জলের বোতল এবং স্যানিটাইজারের বোতল উভয়ই দেখতে একই রকম লাগছিল। তাই আমরা টেবিলে রাখা স্যানিটাইজারের বোতল সরিয়েছি যাতে এই ভুলটির পুনরাবৃত্তি না হয়।"