Mumbai CA Died: ১৮ মাসে খুইয়েছেন ৩কোটি টাকা! ব্যক্তিগত মুহূর্তের ভিডিও নিয়ে ব্ল্যাকমেল, শেষে চরম পথ বেছে নিলেন মুম্বইয়ের সিএ

Last Updated:

Mumbai CA Died: ব্ল্যাকমেলের শিকার হয়ে বিষ খেয়ে আত্মহননের পথ বেছে নিলেন ৩২ বছর বয়সী এক যুবক। মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় ঘটেছে এই ঘটনাটি। অভিযোগ, ওই যুবকের গোপন ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলে ক্রমাগত ব্ল্যাকমেল করা হচ্ছিল তাঁকে।

রাজ লীলা মোরে
রাজ লীলা মোরে
মুম্বইঃ ব্ল্যাকমেলের শিকার হয়ে বিষ খেয়ে আত্মহননের পথ বেছে নিলেন ৩২ বছর বয়সী এক যুবক। মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় ঘটেছে এই ঘটনাটি। অভিযোগ, ওই যুবকের গোপন ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলে ক্রমাগত ব্ল্যাকমেল করা হচ্ছিল তাঁকে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম রাজ লীলা মোরে। তিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।
বিষয়টা প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। সেই সঙ্গে ভাকোলা থানায় এফআইআর-ও দায়ের করা হয়। আত্মহত্যার ঘটনার তদন্তে নেমে পুলিশ রাজের রেখে যাওয়া একটি তিন পাতার সুইসাইড নোটও উদ্ধার করে। আর সেই নোটে রাজ তাঁর আত্মহত্যার জন্য দায়ী করে গিয়েছেন দুজন — রাহুল পরওয়ানি এবং সাবা কুরেশিকে। সুইসাইড নোটে রাজ আরও জানান, যে সংস্থায় তিনি কাজ করতেন, সেখানকার অ্যাকাউন্ট থেকে তাঁকে টাকা চুরি করতে বাধ্য করেছিল ওই দুই অভিযুক্ত। শুধু তা-ই নয়, রাহুল আর সাবার জন্য নিজের সঞ্চয় পর্যন্ত ভাঙতে হয়েছিল তাঁকে।
advertisement
আরও পড়ুনঃ কেরিয়ার, স্বাস্থ্য, প্রজনন উর্বরতা, তিন সামলে মাতৃত্বের নতুন সংজ্ঞা তৈরি করছে মিডলাইফ মাদারহুড, জানুন মধ্যবয়সে মা হওয়ার কিছু গুরুত্বপূর্ণ দিক
ভাকোলা পুলিশের তরফে জানানো হয়েছে যে, ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে জুলুমবাজি এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে যে, স্টক মার্কেটে রাজের বিপুল বিনিয়োগ এবং তাঁর প্রচুর পরিমাণ বেতনের কথা জানত দুই অভিযুক্ত। সেই কারণে রাজের ব্যক্তিগত গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে দিয়ে তাঁর ফার্মের অ্যাকাউন্ট থেকে নিজেদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করায় রাহুল-সাবা। এখানেই শেষ নয়, রাজের থেকে জোর করে একটি বিলাসবহুল গাড়িও নিয়েছিল তারা।
advertisement
advertisement
সুইসাইড নোটে কী লিখেছিলেন রাজ?
টাইমস নাও-এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রাজ নোটে লিখেছেন, “আমার সবথেকে প্রিয়জনের উদ্দেশ্যে লিখছি যে, আমায় ক্ষমা কোরো মা। আমি তোমার ভাল ছেলে হতে পারলাম না। আমার কাছ থেকে তোমার অনেক প্রত্যাশা ছিল। কিন্তু আমি তোমায় একা ফেলে চলে যাচ্ছি। আমার কর্মের কারণেই আমায় চলে যেতে হচ্ছে। পরজন্মে ঈশ্বর যেন তোমায় আমার মতো ছেলে না দেন। আমি খুবই খারাপ ছিলাম। পুনম আন্টি, মায়ের খেয়াল রেখো। বিভিন্ন অ্যাকাউন্টে আমার পলিসি রয়েছে, সেখান থেকে টাকা নিয়ে মা-কে দিও। খুবই দুঃখিত আমি।”
advertisement
এখানেই শেষ নয়, রাজ আরও লিখেছেন, “আমি রাজ মোরে। আজ আত্মহত্যা করতে চলেছি। আমার আত্মহত্যার পিছনে রাহুল পরওয়ানি দায়ী। ওরা আমায় মাসের পর মাস ধরে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করেছে। ওদের জন্য আমার সেভিংস ভাঙতে হয়েছে এবং কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা পর্যন্ত চুরি করতে হয়েছে। আমার মৃত্যুর জন্য দায়ী রাহুল পরওয়ানি ও সাবা কুরেশি। শেষ বারের জন্য বিদায় রাজ মোরে।”
advertisement
পুলিশ অফিসাররা বলেন যে, বিগত প্রায় ১৮ মাস ধরে রাজের ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ৩ কোটি টাকারও বেশি নিয়েছিল ওই দুই অভিযুক্ত। এদিকে মৃত যুবকের পরিবারের সদস্যদের বয়ানও রেকর্ড করেছে পুলিশ। তাঁদের অভিযোগ, বেশ কয়েক মাস ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন রাজ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai CA Died: ১৮ মাসে খুইয়েছেন ৩কোটি টাকা! ব্যক্তিগত মুহূর্তের ভিডিও নিয়ে ব্ল্যাকমেল, শেষে চরম পথ বেছে নিলেন মুম্বইয়ের সিএ
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement