কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় আজ আদালতে সলমনের হাজিরা
Last Updated:
কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় বেআইনি অস্ত্র রাখার মামলায় বৃহস্পতিবার যোধপুর আদালতে পেশ করা হবে সলমান খানকে । এদিন সকালেই মুম্বই-এর বাড়ি থেকে যোধপুরের উদ্দেশ্যে রওনা দেন বলিউডের ভাইজান। দীর্ঘ সতেরো বছর ধরে চলছে এই মামলা । বৃহস্পতিবার ফের বয়ান নেওয়া হতে পারে সলমনের । ইতিমধ্যেই মামলায় দু'বার বয়ান রেকর্ড করা হয়েছে তাঁর । সূত্রের খবর, দু'পক্ষের সওয়াল জবাবের পর রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে।
#মুম্বই: কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় বেআইনি অস্ত্র রাখার মামলায় বৃহস্পতিবার যোধপুর আদালতে পেশ করা হবে সলমান খানকে । এদিন সকালেই মুম্বই-এর বাড়ি থেকে যোধপুরের উদ্দেশ্যে রওনা দেন বলিউডের ভাইজান। দীর্ঘ সতেরো বছর ধরে চলছে এই মামলা । বৃহস্পতিবার ফের বয়ান নেওয়া হতে পারে সলমনের । ইতিমধ্যেই মামলায় দু'বার বয়ান রেকর্ড করা হয়েছে তাঁর । সূত্রের খবর, দু'পক্ষের সওয়াল জবাবের পর রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে।