#মোরাদাবাদ: কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের ঘোষণায় এখন গোটা দেশ উত্তাল ৷ এই অবস্থায় প্রধানমন্ত্রী মোরাদাবাদের সভায় আজ, শনিবার কী বলেন, সেদিকে নজর ছিল গোটা দেশবাসীরই ৷ নোট বাতিল ইস্যুতে এদিন বিরোধীদের পাশাপাশি কালো বাজারিদের আরও একবার কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্পষ্ট জানিয়ে দিলেন, কালো টাকার কারবারীদের কোনওরকম ছেড়ে কথা বলা হবে না ৷ দেশবাসীরা কষ্টের টাকা থাকবে দেশবাসীর কাছেই ৷ দুর্নীতিগ্রস্তরা দেশকে লুঠ করছে ৷ দুর্নীতিগ্রস্তদের দেশ থেকে তাড়াতে হবে ৷
শনিবার মোরাদাবাদের সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘ দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে ৷ দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই করে, সে কী কখনও অপরাধী হয় ? আমি হতবাক আমার দেশের লোকই আমায় অপরাধী বলছে ৷ আমার দোষ কী ? গরিব-কৃষকের অধিকার ফিরিয়ে দেওয়াই কি আমার দোষ ? জনতার পয়সার হিসেব দেবে সরকার ৷ একদল মানুষের বিছানার তলায় টাকা থাকে ৷ এই টাকা কার? দেশবাসীর টাকা ৷ এই টাকা আপনাদের কাছেই ফিরিয়ে দেব ৷ আমার কী আছে ? আমি তো ফকির মানুষ ৷ ঝোলা নিয়ে বেরিয়ে পড়ব ৷ আমার মতো ফকিরের কে কী করবে ? ’’
পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন আরও বলেন, ‘‘দেশ থেকে গরিবি দূর করতে হবে ৷ দেশের সমস্ত বড় রাজ্য থেকে গরিবি হঠাতে হবে ৷ তাহলেই দেশ থেকে দারিদ্র দূরীকরণ সহজে হবে ৷ শুধু নির্বাচনের জন্য উত্তর প্রদেশে আসিনি ৷ দারিদ্র দূর করতেই উত্তর প্রদেশের সাংসদ হয়েছি ৷ দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ ৷ এই রাজ্যেই সবচেয়ে বেশি দারিদ্র ৷ তাই এখান থেকেই কাজ শুরু করতে হবে ৷ উন্নয়নই আমাদের মূল লক্ষ্য ৷ যে মোরাদাবাদের পিতল গোটা দেশে রয়েছে, সেই মোরাদাবাদেই এখনও এক হাজারের বেশি গ্রামে দারিদ্র রয়েছে ৷ স্বাধীনতার ৭০ বছর পরেও বিদ্যুতের তার নেই ৷ শুধু এখানেই নয়, দেশে এখনও ১৮ হাজার গ্রাম বিদ্যুৎহীন ৷ এই তথ্য পেয়ে আমি চমকে উঠেছিলাম ৷ দেশের স্বাধীনতার ৭০ বছর পরও এই চেহারা ! ঘোষণা করার অনেক সরকার এসেছে এতদিনে ৷ হিসেব দেওয়ার সরকার এই প্রথম ৷ আমার কোনও নেতা নেই, আপনারাই আমার নেতা ৷ আপনাদের উন্নয়নের জন্যই আমি প্রধানমন্ত্রী ৷ লালকেল্লা থেকেই আমি তাই ঘোষণা করেছিলাম ৷ দেশবাসীর কাছে এক হাজার দিন সময় চেয়েছি ৷ যার এখন অর্ধেক সময়ও পেরোয়নি ৷ আমরা ইতিমধ্যেই এক হাজার গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি ৷ যে গ্রামে বিদ্যুৎ নেই সেই গ্রামে উন্নয়ন হবে কী করে ? আমরা সেই কাজ করতে পেরেছি ৷ আমাদের সরকার শুধু ঘোষণা করে না ৷ আমরা প্রকল্প তৈরি করে তা বাস্তবায়িত করি ৷ বিজেপি প্রতিশ্রুতি দিলে তা পূরণ করে ৷ মধ্যপ্রদেশ দেখুন, আগে রুগ্ন রাজ্য ছিল ৷ আজ মধ্যপ্রদেশ স্বাবলম্বী ৷ কৃষিতে আগের থেকে দ্বিগুণ উৎপাদন করেছে ৷ যদি সত্যিই দেশের উন্নয়ন চাই তাহলে তা করা যায় ৷ শুধু নিজের বিকাশ করলে তা হয় না ৷ নিজেদের উন্নয়ন করার সরকার আগে এসেছে ৷ ওই সরকার আপনারা আগেই দেখেছেন ৷ এবার আপনাদের উন্নয়নের সরকার দেশে এসেছে ৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Black money, Modi Speech, Moradabad, Narendra Modi, Uttar Pradesh