বিকাশ খতম! মহাকাল মন্দির থেকে মিলল রহস্যময় কালো ব্যাগ! কী রয়েছে তাতে?
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
মন্দির থেকে এই ব্যাগ উদ্ধার হওয়ার পর পুলিশের অনুমান বহু গোপন তথ্য জানা যাবে ওই কালো ব্যাগ থেকেই ।
#উজ্জয়ন: বৃহস্পতিবার সকালে উজ্জয়নের মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়েই পুলিশের জালে ধরা পড়েছিল কানপুরের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে । দুই রাজ্যের পুলিশ’কে প্রায় ৬ দিন নাকে দড়ি দিয়ে ঘোরানোর পর অবশেষে তাকে গ্রেফতার করা হয় । আর শুক্রবার সকালেই নাটকের যবনিকা পাত । পুলিশি এনকাউন্টারে খতম উত্তরপ্রদেশের ত্রাস বিকাশ দুবে ।

আজ সকাল সওয়া সাতটা নাগাদ কানপুরের বাররা থানা এলাকায় স্পেশাল টাস্ক ফোর্সের একটি গাড়ি উল্টে গেলে সেখান থেকে পালাতে যায় বিকাশ । পুলিশকর্মীদের পিস্তল ছিনিয়ে নিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে । পাল্টা গুলি চালান পুলিশকর্মীরাও । এতেই মৃত্যু হয় বিকাশের ।
advertisement
advertisement
তবে বিকাশের মৃত্যুর পর মধ্যপ্রদেশের মহাকাল মন্দির থেকে উদ্ধার হয়েছে একটি কালো ব্যাগ । গতকাল এই মন্দিরে পুজো দিতে এসেছিল সে । ভিআইপি লাইনে নিজের আসল নাম লিখিয়েছিল । ২৫০ টাকা দিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিটও কাটে । মন্দিরের বাইরের এক ফুল বিক্রেতার কাছে থেকে ফুল কিনতে গিয়ে মুখের মাস্ক সরায় সে । তখনই সন্দেহ হয় ওই ফুলওয়ালার । পুলিশে খবর দেন তিনি ।
advertisement

তবে মন্দির থেকে এই ব্যাগ উদ্ধার হওয়ার পর পুলিশের অনুমান বহু গোপন তথ্য জানা যাবে ওই কালো ব্যাগ থেকেই । বিকাশ’কে গ্রেফতার করার সময়েই ওই ব্যাগটি হাতে পায় মধ্যপ্রদেশ পুলিশ । গোটা সফরেই বিকাশের সঙ্গে ছিল এই ব্যাগটি । ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয়েছে একটি ছুরি আরও বেশকিছু গুরুত্বপূর্ণ নথি । পাওয়া গিয়েছে একটি মোবাইলও । মন্দিরের লকাররুমে ওই ব্যাগটি রেখেছিল বিকাশ । জুতোর স্ট্যান্ডে রেখেছিল জুতোও । সে সবই উদ্ধার করেছে পুলিশ ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 10, 2020 10:47 AM IST