• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • বিজেপি-র বিধায়ক বনাম সাংসদের লড়াই, ভেস্তে গেল প্রার্থী বাছাইয়ের বৈঠক

বিজেপি-র বিধায়ক বনাম সাংসদের লড়াই, ভেস্তে গেল প্রার্থী বাছাইয়ের বৈঠক

 • Share this:

  #গোরক্ষপুর: নিশ্চিত সন্ত কবীরের দোঁহা কেউই পড়েননি। নইলে এমন দফায় দফায় মারপিট হয় বিজেপির দুই গোষ্ঠীর। মাস ঘুরতে না ঘুরতেই ফের অশান্তি। এবার নিজের পছন্দের প্রার্থী বাছাইয়ের দাবি। হাঙ্গামা এমন, বন্ধ হয়ে গেল প্রার্থী বাছাইয়ের মিটিং।

  সন্ত কবীরনগর লোকসভা কেন্দ্রের গোরখপুরে ড্রিস্ট্রিক অ্যাকশন কমিটির মিটিং। শিলান্যাসের অনুষ্ঠান। নাম ছিল না এম পি শারদ ত্রিপাঠীর। ব্যাস আর যায় কোথায়। গোরখপুরের এমএলএ-র রাকেশ বাঘেলের ওপর গিয়ে পড়ল সব রাগ। কারণ তাঁর বিধানসভা এলাকাতেই অনুষ্ঠান।

  সেই সন্ত কবীরনগর ফের শিরোনামে। সেখানে প্রার্থী বাছাই এবার বড় সহজ হচ্ছে না বিজেপির। যুবমোর্চার মিটিং-এ পছন্দের নেতাকে প্রার্থী করার দাবি নিয়ে এবার দু পক্ষের স্লোগান গড়াল হাতাহাতিতে

  স্লোগান-হাতাহাতি-হাঙ্গামার জেরে ভেস্তে গেল প্রার্থী বাছাইয়ের বৈঠক।

  আরও দেখুন

  First published: