#AmitShahToNews18: নীতিশ কুমারের নেতৃত্বেই বিহারে নির্বাচন লড়বে বিজেপি: অমিত শাহ

Last Updated:

News18 নেটওয়ার্কের গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাত্‍কারটি সম্প্রচারিত হবে ১৭ অক্টোবর Network18-এর সব চ্যানেলে৷

#নয়াদিল্লি: বিহারে আগামী বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের নেতৃত্বে লড়বে বিজেপি-জেডিইউ জোট৷ News18 নেটওয়ার্কের গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ৷ বিহারে বিজেপি-জেডিইউ সম্পর্ক ঘিরে যখন নানা আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে, তখন সব বিতর্ক, আলোচনা উড়িয়ে অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপি-জেডিইউ জোট বিহারে 'অটল৷'
অমিত শাহের কথায়, 'ভোটে একসঙ্গেই লড়বে বিজেপি ও জেডিইউ জোট৷ নীতিশজির নেতৃত্বে ভোটে লড়বে৷ এটা একেবারে পরিষ্কার৷ জাতীয় স্তরে দুটি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কাজ করছে৷ রাজ্যস্তরে বর্তমান মুখ্যমন্ত্রীর (নীতিশ কুমার) নেতৃত্বে কাজ করবে৷'
বিজেপি ও জেডিইউ-র সাম্প্রতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে৷ এ বিষয়ে বিজেপি সভাপতি বলেন, 'যে কোনও জোটেই, অল্প-বিস্তর মতের অমিল হয়ে থাকে, এটাই একটি সুস্থ জোটের পক্ষে শুভ ও কাম্য৷ মতভেদ শুধু মনভেদে না বদলালেই হল৷'
advertisement
advertisement
বিহারে বিজেপি-জেডিইউ জোটে মতভেদ প্রকাশ্যে আসে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কয়েকটি পদক্ষেপে৷ মোদি মন্ত্রিসভায় জেডিইউ-এর একজন মন্ত্রী থাকার অফার দেওয়া হয়৷ তা মেনে নেননি জেডিইউ সুপ্রিমো৷ এরপরই নীতিশ তাঁর মন্ত্রিসভা বাড়িয়ে বেশি করে জেডিইউ সদস্যে জায়গা দিতে শুরু করেন৷ দুটি দল ইদের ইফতার পার্টিতেও একসঙ্গে যোগ দেয়নি৷ সংঘাতের আলোচনা আরও তীব্র হয়৷
advertisement
News18 নেটওয়ার্কের গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাত্‍কারটি সম্প্রচারিত হবে ১৭ অক্টোবর Network18-এর সব চ্যানেলে৷ এছাড়াও News18.com-এ সারাদিন বিশেষ কভারেজ থাকবে সাক্ষাত্‍কার নিয়ে৷
বাংলা খবর/ খবর/দেশ/
#AmitShahToNews18: নীতিশ কুমারের নেতৃত্বেই বিহারে নির্বাচন লড়বে বিজেপি: অমিত শাহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement