LIVE: ২৯২টি আসন পেয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙতে চলেছে বিজেপি, ৫০-এ আটকালো কংগ্রেস

Last Updated:

General Election 2019 Result: রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দেশকে নেতৃত্ব দেওয়ার মতো বিরোধীদের কোনও যোগ্য মুখ এখনো তৈরি হয়নি৷ যার নির্যাস, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারেই ফের ভরসা রাখল দেশবাসী৷

#নয়াদিল্লি: এগজিট পোল রেজাল্টেই ইঙ্গিত মিলেছিল৷ বৃহস্পতিবার লোলকসভা ভোটের ফল প্রকাশ হতেই বোঝা গেল, দেশের মানুষ এখনও আস্থা রাখছেন মোদি সরকারেই৷ সকাল থেকেই প্রবণতা স্পষ্ট ছিল৷ বেলা গড়াতেই দেখা গেল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতাই পাচ্ছে বিজেপি-র নেতৃত্বে এনডিএ সরকার৷ বিজেপি একাই ৩০০ পার৷ গত লোকসভা নির্বাচনের পর ৫ বছরে কংগ্রেসের অবস্থা শোচনীয়ই রয়েছে গিয়েছে৷
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দেশকে নেতৃত্ব দেওয়ার মতো বিরোধীদের কোনও যোগ্য মুখ এখনো তৈরি হয়নি৷ যার নির্যাস, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারেই ফের ভরসা রাখল দেশবাসী৷ এ বারের ভোটে সবচেয়ে বেশি নজর ছিল উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে৷
গোবলয়ের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে ধোপে টিকল না বসপা-সপা জোট৷ ওই রাজ্যে কংগ্রেসের অবস্থা তথৈবচ৷ ২০১৪ সালে উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসনের ৭১টিতে জিতেছিল বিজেপি৷ ২০১৯ সালের ভোটে এখনও পর্যন্ত ৫৫টি আসনে এগিয়ে বিজেপি৷ সেখানে সপা-বসপা জোট এখনও পর্যন্ত ২৩টি আসনে এগিয়ে৷
advertisement
advertisement
পশ্চিমবঙ্গেও অভাবনীয় ফল বিজেপি-র৷ এখনো পর্যন্ত ১৫টি আসনে এগিয়ে বিজেপি৷ ২৬ আসনে এগিয়ে কংগ্রেস৷ উত্তর-পূর্ব ভারতেও এনডিএ-র জয়জয়কার৷ সব মিলিয়ে বিজেপি প্রমাণ করল, ভারতে এই মুহূর্তে বিজেপি-র বিকল্প নেই৷
বাংলা খবর/ খবর/দেশ/
LIVE: ২৯২টি আসন পেয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙতে চলেছে বিজেপি, ৫০-এ আটকালো কংগ্রেস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement