2019 Election: জয় নিশ্চিত করতে এবার বিজেপির নয়া প্রয়াস T-20 ফর্মুলা

Last Updated:
#নয়াদিল্লি: ২০১৯-এ নিজেদের ক্ষমতা অচ্যুত রাখতে এবার নয়া পন্থ অবলম্বন করল ভারতীয় জনতা পার্টি । লোকসভা ভোটে জয় নিশ্চিত করতে এবার T-20 ফর্মুলা অবলম্বন করতে চলেছে গেরুয়া শিবির। এই নয়া পন্থা মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে দলীয় কর্মীদের ।
কী এই T-20 ফর্মুলা?
এই নয়া নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক বিজেপি কর্মী অন্তত ২০টি বাড়িতে গিয়ে সেই পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলবেন। মূলত, বিজেপির প্রচারকার্যকেই নয়া চমক দিতেই এই পন্থা নিয়েছেন অমিত শাহ । মোদি সরকারের বিভিন্ন কৃতিত্বের ব্যাপারেই পরিবারগুলিকে জানাবেন বিজেপি কর্মীরা । এর আগেও প্রত্যেকটি বুথে দশজন কর্মী নিয়োগের মাধ্যমে প্রচারভিযানের পরিকল্পনাও করেছিল বিজেপি । T-20 ফর্মুলার সাহায্যে নির্দিষ্ট এলাকায় কমপক্ষে ২০টি বাড়িতে গিয়ে চা পান করবেন দলীয় সদস্যরা ও মানুষের সঙ্গে সরাসরি আলাপচারিতা করবেন তাঁরা ।
advertisement
২০১৯- জয় নিশ্চিত করতে প্রচারকাজও আরও বেশি জোরদার করছে বিজেপি। নমো অ্যাপের সাহায্যেও যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায় সেই দিকেও নজর দিয়েছে বিজেপি । এই অ্যাপের সাহায্যে প্রত্যেকটি পোলিং বুথ হিসেবে কমপক্ষে ১০০ জন ভোটারের কাছে পৌঁছানোর প্রয়াসও চালাচ্ছে বিজেপি ।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
2019 Election: জয় নিশ্চিত করতে এবার বিজেপির নয়া প্রয়াস T-20 ফর্মুলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement