গেরুয়া শিবিরকে রুখে ক্ষমতা দখলে কংগ্রেসের অল-আউট অ্যাটাক, পাল্টা বিজেপিরও

Last Updated:
#ভোপাল: বিজেপি-কংগ্রেস দড়ি টানাটানিতে মধ্যপ্রদেশে রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ আগামী ২৮ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ সেই নির্বাচনে বিজেপিকে সমানে সমানে টক্কর দেবে কংগ্রেস ৷ এহেন টালমাটাল পরিস্থিতিতে বিজেপি সাংসদ গিরিরাজ সিংয়ের একটি ভিডিও ঘিরে রাজনীতির পারদ চরছে ৷
বিতর্কিত মন্তব্য করে সবসময়ই সংবাদ শিরোনামে থাকেন গিরিরাজ সিং ৷ এবার মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথের একটি ভিডিও পোস্ট করেন গিরিরাজ ৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশের আসন্ন নির্বাচনে কংগ্রেসের তালিকায় দাগী আসামীদের নাম নথিভুক্ত করছেন কমলনাথ ৷
ভিডিওটিতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির উদ্দেশে কমলনাথ বলছেন, ‘কেউ কেউ বলছেন এই ব্যক্তির বিরুদ্ধে ৫টি অপরাধমূলক কাজ নথিভুক্ত রয়েছে ৷ আমি ধরে নিলাম এর বিরুদ্ধে ৬টি ক্রিমিনাল কেস রয়েছে ৷ কিন্তু আমি তেমন ব্যক্তিকেই নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড় করাব যে বিরোধী পক্ষকে পর্যদস্তু করে ভোটে জয়ী হবে ৷’
advertisement
advertisement
कमलनाथ जी को तिहार जेल ले जाओ ...वहाँ से कांग्रेस अपना मनपसंद कैंडिडेट चुन सकती है। pic.twitter.com/ToSIhFmpVt
— Shandilya Giriraj Singh (@girirajsinghbjp) November 3, 2018
এই ভিডিওটি নিয়েই কমলনাথকে কোণঠাসা করতে তৎপর গিরিরাজ সিং ৷ বলেন, ‘কমলনাথ জি-কে তিহার জেলে নিয়ে যাওয়া হোক ৷ সেখানেই তিনি সম্ভবত দলের জন্য উপযুক্ত প্রার্থী খুঁজে পেতে পারেন ৷’
advertisement
একইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ‘এটাই কংগ্রেসের রাজনীতি ৷ যেকোনও মূল্যে ক্ষমতা দখলই তাদের এক এবং একমাত্র উদ্দেশ্য ৷ কিন্তু রাজ্যের মানুষের চিন্তাভাবনা অনেক বেশি প্রশস্থ ৷ আগামী ২৮ নভেম্বর রাজ্যবাসী এসমস্ত বিষয়ের উপর ভিত্তি করেই আশা করি ভোট দেবেন ৷’
গিরিরাজের এহেন ভিডিও ট্যুইটে যথারীতি চাপে পড়ে যায় কংগ্রেস ৷ ড্য়ামেজ কন্ট্রোল করতে ময়দানে নামে কংগ্রেস ৷ গোটা বিষয়টিকেই ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী ৷ তিনি বলেন, ‘রাজ্যের মানুষকে ইচ্ছেকৃতভাবে বিচলিত করার চেষ্টা করছেন গিরিরাজ সিং ৷’
advertisement
अब तो आलम यह है कि मामा जी की बौखलाहट छिपाए नहीं छिपती।इसलिए काट छांट कर विडीओ ट्वीट करके मामाजी ने फिर से असली मुद्दों से ध्यान भटकाने का असफल प्रयास किया है। निंदनीय।
क्यों ना बुधनी व छिंदवाड़ा माडल पर बहस कर लें मामाजी ? pic.twitter.com/RMgTKrN1hK
— Priyanka Chaturvedi (@priyankac19) November 3, 2018
advertisement
প্রসঙ্গত, মধ্যপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে শীর্ষে রয়েছেন কমলনাথ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গেরুয়া শিবিরকে রুখে ক্ষমতা দখলে কংগ্রেসের অল-আউট অ্যাটাক, পাল্টা বিজেপিরও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement