#AmitShahToNews18: সাভারকরকে 'ভারতরত্ন' দেওয়ার বিরোধীরা দেশের আবেগ নিয়ে খেলছে: অমিত শাহ

Last Updated:

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি-র নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, বীর সাভারকরকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দেওয়া হবে৷

#নয়াদিল্লি: যারা বীর সাভারকরকে 'ভারতরত্ন' সম্মান দেওয়ার বিরোধিতা করছে, তারা দেশের আবেগ নিয়ে খেলছে এবং পাপ করছে৷ বীর সাভারকরকে 'ভারত রত্ন' দেওয়ার বিরোধিতা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
Network 18-এর এডিটর ইন চিফ রাহুল জোশিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে অমিত শাহ বলেন, 'সাভারকরের লেগাসি নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা দেশের আবেগ নিয়ে খেলছে৷ সাভারকর যাদের আদর্শ, তাদেরও বঞ্চিত করে পাপ করছে তারা৷'
বীর সাভারকর বীর সাভারকর
advertisement
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি-র নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, বীর সাভারকরকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দেওয়া হবে৷ প্রসঙ্গত, হিন্দুত্বের অন্যতম আইকন বীর সাভারকরের নাম মহাত্মা গান্ধি হত্যাকাণ্ডের চার্জশিটে ছিল৷ পরে তাঁকে বেকসুর খালাস করা হয়৷ সাভারকরকে ভারতরত্ন দেওয়া নিয়ে বিজেপি-র পদক্ষেপের তীব্র সমালোচনা করে ট্যুইট করেছেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি৷
advertisement
অমিত শাহ বলেন, 'সাভারকরের মতো দেশপ্রেমিক খুব কমই রয়েছে৷ দেশের জন্য বলিদান দেওয়া পরিবারও খুব কম রয়েছে৷ জেলে সাভারকরকে যে ভাবে অত্যাচার করা হয়েছিল, সেরকম মানুষ এ দেশে নেই৷ তাঁর জোর করে নারকেলের ছোবড়া ছাড়িয়ে নারকেল তেল বার করানো হয়েছিল৷ দেশে এমন কোনও পরিবার নেই, যেখানে দুই ভাই টানা ১২ বছর জেল খেটেছিলেন৷ একে অপরকে দেখতেও পাননি৷ এমন কোনো পরিবার এ দেশে নেই, যাঁদের সম্পত্তি একাধিক বার ব্রিটিশরা কেড়ে নিয়েছিল৷'
বাংলা খবর/ খবর/দেশ/
#AmitShahToNews18: সাভারকরকে 'ভারতরত্ন' দেওয়ার বিরোধীরা দেশের আবেগ নিয়ে খেলছে: অমিত শাহ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement