'গডসে দেশভক্ত', মন্তব্যে প্রতিরক্ষা স্থায়ী কমিটি থেকে বাদ বিজেপি-র সাধ্বী

Last Updated:

সাধ্বীর বিরুদ্ধে লোকসভা ও রাজ্যসভায় নোটিশ দিল কংগ্রেস ও আরজেডি৷ সংসদে মুলতুবি প্রস্তাব আনল কংগ্রেস৷ মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত এই বিজেপি মন্ত্রী শীতকালীন অধিবেশনে কোনও সংসদীয় বৈঠেক যোগ দিতে পারবেন না৷

#নয়াদিল্লি: লোকসভায় মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে ফের দেশভক্ত বলে বিজেপি-কে অস্বস্তিতে ফেলেছেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা৷ ঘটনায় সাধ্বীর বিরুদ্ধে ব্যবস্থা নিল বিজেপি৷ প্রতিরক্ষা বিষয়ক কমিটি থেকে বাদ দেওয়া হল সাধ্বীকে৷ একই সঙ্গে সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন ভোপালের বিজেপি সাংসদ৷
advertisement
advertisement
সাধ্বীর বিরুদ্ধে লোকসভা ও রাজ্যসভায় নোটিশ দিল কংগ্রেস ও আরজেডি৷ সংসদে মুলতুবি প্রস্তাব আনল কংগ্রেস৷ মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত এই বিজেপি মন্ত্রী শীতকালীন অধিবেশনে কোনও সংসদীয় বৈঠেক যোগ দিতে পারবেন না৷ বিজেপি-র কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডার কথায়, 'সাধ্বী প্রজ্ঞার গতকালের সংসদে মন্তব্য নিন্দাজনক৷ বিজেপি তাঁর বক্তব্য ও আদর্শকে সমর্থন করে না৷'
advertisement
সাধ্বী প্রজ্ঞাকে নিয়ে এ দিন অধিবেশন শুরু হতেই চেঁচামেচি শুরু হয় সংসদে৷ কংগ্রেস সাংসদ তথা লোকসভায় দলনেতা অধীর চৌধুরী বলেন, কংগ্রসকে সন্ত্রাসবাদীদের দল বলেছিলেন সাধ্বী প্রজ্ঞা৷ যে দলে বহু স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য প্রাণ দিয়েছেন৷ রাহুল গান্ধিও ট্যুইটারে লেখেন, 'জঙ্গি গডসেকে দেশভক্ত বলছেন জঙ্গি সাধ্বী৷ সংসদীয় গণতন্ত্রের দুঃখের দিন৷'
advertisement
বুধবার সংসদে দাঁড়িয়ে মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলে আখ্যা দেন ভোপালের বিজেপি সাংসদ ৷ দলীয় সাংসদের এমন উক্তিতে অস্বস্তিতে গেরুয়া শিবির ৷ সংসদে এসপিজি নিয়ে আলোচনা চলাকালীন বিরোধীদের আক্রমণ করতে গিয়ে নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলেন প্রজ্ঞা সিং ঠাকুর৷ লোকসভা ভোটের আগেও এই একই উক্তি করে মোদির বিরাগভাজন হয়েছিলেন সাধ্বী৷ সংসদে এসপিজি সংশোধনী বিল নিয়ে আলোচনা চলাকালীন ডিএমকে সাংসদ এ রাজা নাথুরাম গডসের একটি উদ্ধৃতি উল্লেখ করে বলেন, 'নাথুরাম গডসে নিজেই স্বীকার করেছেন, গান্ধীকে মারার আগে ৩২ বছর ধরে তাঁর প্রতি বিদ্বেষ পুষে রেখেছিল।' এ রাজার বক্তব্য শেষ হতে না হতেই মাঝপথে তাঁকে থামিয়ে সাধ্বী প্রজ্ঞা চিৎকার করে বলে ওঠেন, 'আপনি একজন দেশভক্তের উদাহরণ দিতে পারেন না ৷'
বাংলা খবর/ খবর/দেশ/
'গডসে দেশভক্ত', মন্তব্যে প্রতিরক্ষা স্থায়ী কমিটি থেকে বাদ বিজেপি-র সাধ্বী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement