#নয়াদিল্লি: লোকসভায় মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে ফের দেশভক্ত বলে বিজেপি-কে অস্বস্তিতে ফেলেছেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা৷ ঘটনায় সাধ্বীর বিরুদ্ধে ব্যবস্থা নিল বিজেপি৷ প্রতিরক্ষা বিষয়ক কমিটি থেকে বাদ দেওয়া হল সাধ্বীকে৷ একই সঙ্গে সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন ভোপালের বিজেপি সাংসদ৷
BJP has barred Pragya Singh Thakur from attending all Parliamentary Party meetings for the rest of the winter session, a day after the controversial Lok Sabha MP made remarks referring to Nathuram Godse in Parliament
Read @ANI story | https://t.co/mIOyVbfZq3 pic.twitter.com/Xei3hfwSmK — ANI Digital (@ani_digital) November 28, 2019
সাধ্বীর বিরুদ্ধে লোকসভা ও রাজ্যসভায় নোটিশ দিল কংগ্রেস ও আরজেডি৷ সংসদে মুলতুবি প্রস্তাব আনল কংগ্রেস৷ মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত এই বিজেপি মন্ত্রী শীতকালীন অধিবেশনে কোনও সংসদীয় বৈঠেক যোগ দিতে পারবেন না৷ বিজেপি-র কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডার কথায়, 'সাধ্বী প্রজ্ঞার গতকালের সংসদে মন্তব্য নিন্দাজনক৷ বিজেপি তাঁর বক্তব্য ও আদর্শকে সমর্থন করে না৷'
Congress MPs stage walkout from Lok Sabha amid uproar over BJP MP Pragya Thakur's comments in parliament yesterday, referring to Nathuram Godse as a 'deshbbhakt'. pic.twitter.com/Jj0NLd8Vmi — ANI (@ANI) November 28, 2019
সাধ্বী প্রজ্ঞাকে নিয়ে এ দিন অধিবেশন শুরু হতেই চেঁচামেচি শুরু হয় সংসদে৷ কংগ্রেস সাংসদ তথা লোকসভায় দলনেতা অধীর চৌধুরী বলেন, কংগ্রসকে সন্ত্রাসবাদীদের দল বলেছিলেন সাধ্বী প্রজ্ঞা৷ যে দলে বহু স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য প্রাণ দিয়েছেন৷ রাহুল গান্ধিও ট্যুইটারে লেখেন, 'জঙ্গি গডসেকে দেশভক্ত বলছেন জঙ্গি সাধ্বী৷ সংসদীয় গণতন্ত্রের দুঃখের দিন৷'
Terrorist Pragya calls terrorist Godse, a patriot. A sad day, in the history of India’s Parliament.
— Rahul Gandhi (@RahulGandhi) November 28, 2019
বুধবার সংসদে দাঁড়িয়ে মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলে আখ্যা দেন ভোপালের বিজেপি সাংসদ ৷ দলীয় সাংসদের এমন উক্তিতে অস্বস্তিতে গেরুয়া শিবির ৷ সংসদে এসপিজি নিয়ে আলোচনা চলাকালীন বিরোধীদের আক্রমণ করতে গিয়ে নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলেন প্রজ্ঞা সিং ঠাকুর৷ লোকসভা ভোটের আগেও এই একই উক্তি করে মোদির বিরাগভাজন হয়েছিলেন সাধ্বী৷ সংসদে এসপিজি সংশোধনী বিল নিয়ে আলোচনা চলাকালীন ডিএমকে সাংসদ এ রাজা নাথুরাম গডসের একটি উদ্ধৃতি উল্লেখ করে বলেন, 'নাথুরাম গডসে নিজেই স্বীকার করেছেন, গান্ধীকে মারার আগে ৩২ বছর ধরে তাঁর প্রতি বিদ্বেষ পুষে রেখেছিল।' এ রাজার বক্তব্য শেষ হতে না হতেই মাঝপথে তাঁকে থামিয়ে সাধ্বী প্রজ্ঞা চিৎকার করে বলে ওঠেন, 'আপনি একজন দেশভক্তের উদাহরণ দিতে পারেন না ৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।