BJP বিধায়ককে বেধড়ক মারধর, জামা ছিঁড়ে নেওয়ার অভিযোগ কৃষকদের বিরুদ্ধে

Last Updated:

কিল, চড়, ঘুঁষি কিছুই বাকি ছিল না। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে যায় পুলিশ।

#চণ্ডীগড়: বিজেপি বিধায়ককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কৃষকদের বিরুদ্ধে। এমনকী মারধরের পর তাঁর জামা ছিঁড়ে নিয়েছেন বলে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিস সময়মতো ঘটনাস্থলে না পৌঁছলে আরও বড় কিছু ঘটে যেতে পারত। পাঞ্জাবের মুক্তসর জেলার মালোটের ঘটনা। অবোহারের বিধায়ক অরুণ নারং কেন্দ্রের কৃষি আইনের সমর্থনে সাংবাদিক বৈঠকে যাচ্ছিলেন। সেই সময় তাঁর উপর চড়াও হয় উত্তেজিত কৃষকরা। সেই বিধায়ক ও তাঁর সঙ্গীদের ঘিরে ধরে তাঁদের গায়ে কালি ছিটিয়ে দেয় উত্তেজিত জনতা। এর পর পুলিস তাঁদের উদ্ধার করে একটি স্থানীয় দোকানে ঢুকিয়ে দেয়।
পরিস্থিতি শান্ত হয়েছে ভেবে পুলিস বিধায়ককে দোকান থেকে বের করতে গেলেই ফের একদল কৃষক তাঁর উপর চড়াও হয়। সেই বিধায়ককে বেধড়ক মারধর করতে শুরু করেন তাঁরা। কিল, চড়, ঘুঁষি কিছুই বাকি ছিল না। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে যায় পুলিশ। বিধায়ককে কোনওরকমে উত্তেজিত কৃষকদের হাত থেকে উদ্ধার করে পুলিস। কিন্তু ততক্ষণে কৃষকরা সেই বিধায়কের জামা-কাপড় ছিঁড়ে দেন। বিজেপির দলীয় কার্যালয়ে যাওয়ার পথে এভাবে হেনস্থা হওয়ায় হতভম্ব হয়ে যান সই বিধায়ক। তিনি দাবি করেছেন, আগে থেকে পরিকল্পনা করেই তাঁর উপর হামলা হয়েছে। এদিন তাঁকে খুনের চক্রান্ত করেছিলেন উত্তেজিত কৃষকরা। এমনও দাবি করেছেন বিজেপির বিধায়ক অরুণ নারাং।
advertisement
পুলিস ও কৃষকদের মধ্যে এদিন ধস্তাধস্তিও হয়। এমনকী যে দোকানে অরুণ নারাংকে লুকিয়ে রেখেছিল পুলিস সেটিও ভাঙচুর করে উত্তেজিত জনতা। তার পর বিধায়ককে তাড়া করে মারধর করেন তাঁরা। পুলিসের তরফে জানানো হয়েছে, বিধায়ক যাতে কৃষি বিলের সমর্থনে সাংবাদিক বৈঠক করতে না পারেন তাই এদিন কৃষকরা তাঁর উপর চড়াও হয়েছিলেন। সেই বিধায়ক এখনও পুলিসের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি। তবে পুলিস আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে ৩০৭ ধারায় (খুনের চেষ্টা) মামলা দায়ের করেছে। গোটা ঘটনার ভিডিয়ো ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BJP বিধায়ককে বেধড়ক মারধর, জামা ছিঁড়ে নেওয়ার অভিযোগ কৃষকদের বিরুদ্ধে
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement