BJP MLA Jadab Lal Nath: বিধানসভায় বসে অশ্লীল ভিডিও দেখছেন বিজেপি বিধায়ক? অবশেষে মুখ খুললেন যাদব লাল

Last Updated:

BJP MLA Jadab Lal Nath: ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল ত্রিপুরার রাজ্য-রাজনীতি। জবাবদিহি অভিযুক্ত বিধায়কের।  

অভিযুক্ত বিধায়ক যাদব লাল নাথ
অভিযুক্ত বিধায়ক যাদব লাল নাথ
আগরতলা: ত্রিপুরা বিধানসভায় বসে অশ্লীল ভিডিও দেখার অভিযোগে নিজের প্রতিক্রিয়া দিলেন অভিযুক্ত বিধায়ক যাদব লাল নাথ। তাঁর দাবি, "বিধানসভায় সাধারণত ফোন সাইলেন্ট মোডে বা ভাইব্রেট মোডে থাকে। সেদিন ভাইব্রেট মোডে চলে আসায়, আমি ফোনে হাত দিই। দেখি আমার হোয়াটসঅ্যাপে অনেকগুলি মেসেজ আসে৷ আমি সেই মেসেজে ক্লিক করে দেখি, কয়েকটা রিলস আছে। সেই রিলস চলেছে সেদিন৷'
অভিযুক্ত বিজেপি বিধায়কের আরও দাবি, 'আপনারা যদি ভাল করে ভিডিওতে আমাকে দেখেন, তাহলে বুঝবেন আমার মাথা উপরের দিকে ছিল। আমি স্মার্টফোন ব্যবহার করি ঠিকই৷ কিন্তু আমি সেভাবে ব্যবহার করতে পারি না৷ এটা বলতে আমার লজ্জা নেই৷ আপনারা ভাল করে দেখবেন, আমি মোবাইলের দিকে চেয়ে ছিলাম না৷ আমি ব্যাক বাটন প্রেস করে ভিডিও সরিয়ে দিয়েছি৷ কিন্তু কয়েক সেকেন্ড ওই ভিডিও আমার স্ক্রিনে ছিল। সেই সময় কেউ বা কারা জুম করে সেই ভিডিও তোলে। আমার মনে হয় চক্রান্ত করে কেউ আমাকে ফাঁসানোর জন্য এটা করেছে। ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে৷'
advertisement
advertisement
আরও পড়ুন: প্রেম-ভালবাসা-সন্তান ধারণের জন্য ১ দিন করে ছুটি ঘোষণা ৯ কলেজের, কোথায় জানেন?
যাদব লালের বিধানসভায় বলে অশ্লীল ভিডিও দেখার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছ'বছরের জন্য বিধানসভা থেকে যাদবকে বহিষ্কারের দাবি করেছেন রাজ্যের বিরোধী দল তিপ্রামোথার বিধায়ক ও বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এ ঘটনায় তিনি বিজেপির দৃষ্টি আকর্ষণ করে বলেন, 'কংগ্রেস নেতা রাহুল গান্ধি নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে একটি কথা বলেছিলেন, এতে তাঁর সংসদ সদস্য পদ খারিজ হল। ত্রিপুরা বিধানসভায় বসে বিধায়কের এমন কাজে বিজেপির ভাবমূর্তি কি নষ্ট হয়নি? তাহলে যাদবকে কেন বরখাস্ত করা হবে না?'
advertisement
আরও পড়ুন: একদিনে করোনার বলি ৪! সাবধান, ফের দেশজুড়ে থাবা বসাচ্ছে কোভিড ১৯
এ সময় বিধায়কের চেয়ারকে গঙ্গাজলে ধুয়ে বিধানসভায় আনার দাবিও করেন অনিমেষ। অশ্লীল ভিডিও দেখার ঘটনায় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিধানসভার স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে অনিমেষ বলেন, 'যাদব যেন আগামী ছয় বছর বিধানসভায় আসতে না পারেন, সে ব্যবস্থা করা জরুরি।'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BJP MLA Jadab Lal Nath: বিধানসভায় বসে অশ্লীল ভিডিও দেখছেন বিজেপি বিধায়ক? অবশেষে মুখ খুললেন যাদব লাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement