নীতীশ নয়, বিহারে গ্র্যান্ডমাস্টার বিজেপি, একক বৃহত্তম দল হতে চলেছে গেরুয়াব্রিগেড
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
যদিও পর্যবেক্ষকরা বলছেন অন্তত ৭৩ টি আসনে ব্যবধান ১০০০-এরও কম। কাজেই এখনও ফলাফল বলার সময় আসেনি।
#পটনা: প্রত্যাবর্তনের ইঙ্গিত। ইঙ্গিত আরও একবার সমীক্ষকদের ব্যর্থতারও। বিহারে ভোটগণনা যে হাওয়া তৈরি করছে, তাতে এখনই বলে দেওয়া যেতে পারে বৃহত্তম শক্তির দাবিদার হওয়ার পথে এগোচ্ছে বিজেপি। এনডিএ জোটে বরং ম্লান নীতিশের দল। তবে মরিয়া লড়াই লড়ছে প্রতিপক্ষ আরজেডি। এমনকি সংখ্যাগরিষ্ঠতার প্রশ্নে পাশা উল্টে দিতে পারে তাঁরাও। এই মুহূর্তে বিজেপি এগিয়ে ৭১টি আসনে এবং আরজেডি এগিয়ে ৫৮টি আসনে।
বিহারে লড়াই মোট ২৪৩ টি আসনে। সরকার গড়ার ম্যাজিক অঙ্ক ১২২। যাঁরা এই আসন আগে দখল করতে পারবে বিহারে মসনদ দখল করতে পারবে তারাই। শেষ আপডেট অনুযায়ী এনডিএ জোট ১৩২ টি আসনে এগিয়ে রয়েছে। এই আসনগুলিতে এই দখলদারি রেখে দিতে পারলে কুর্সিতে চতুর্থবার বসছেন নীতীশ কুমার। আর সে ক্ষেত্রে কিস্তিমাতে অশ্বের ভূমিকা নেবে বিজেপিই।
advertisement
এখনও পর্যন্ত ৫৫ টি কেন্দ্রে ৬ রাইন্ড গণনা হয়ে গিয়েছে। দিনের শুরু থেকে এগিয়ে থেকেছেন তেজস্বী-তেজপ্রতাপ। কিন্তু বেলা বাড়তে তেজপ্রতাপ নিজের কেন্দ্রে পিছিয়েও পড়েন। শেষ পাওয়া খবরে হাসানপুরে ফের ১৫০০০ ভোটে এগিয়ে গিয়েছেন তেজপ্রতাপ।
advertisement
সমীক্ষা বলছিল নীতীশ কুমারের পায়ের তলায় মাটি সরে যেতে পারে তেজস্বীর করিশ্মায়। ঢালাও প্রচার চালিয়েছিলেন তেজস্বী। বারবার উঠে এসেছিল করোনা মোকাবিলায় প্রশাসনিক ব্যর্থতা, পরিযায়ী শ্রমিকের অসহায়তার কথা। কিন্তু প্রাথমিক গণনার ট্রেন্ড সামনে আসতেই এনডিএ বলতে শুরু করেছে তাদের পক্ষে ১৮০টি আসনও যেতে পারে। কিন্তু কেন? নিশ্চুপ ভোটার নাকি মেয়েদের ভোট, কোন বাণ বিঁধছে মহাগঠবন্ধনকে?
advertisement
যদিও পর্যবেক্ষকরা বলছেন অন্তত ৭৩ টি আসনে ব্যবধান ১০০০-এরও কম। কাজেই এখনও ফলাফল বলার সময় আসেনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2020 12:26 PM IST