#TN Polls : কথায় বলে 'পেট খুশ তো দিল খুশ'! তাই ভোট চাওয়ার আগে ভোটারদের মন জয় করতে এবার এক অভিনব পথ বেছে নিলেন প্রার্থী। তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারে নেমেছেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী খুসবু সুন্দর। চেন্নাইয়ের থাউসেন্ড লাইট বিধানসভা কেন্দ্রের এই প্রার্থীকেই এবার দেখা গেল সেই অভিনব প্রচারে। নিজে হাতে ধোসা বানিয়ে এলাকার মানুষকে খাওয়ালেন সুন্দরী। নির্বাচনের আগে পেট পুরে ধোসা খেলেন স্থানীয় বাসিন্দারাও। 'পেটে খেলে' তবেই না 'ভোটে সয়'!
Chennai: BJP leader Khushbu Sundar campaigns at Thousand Lights assembly constituency; she also makes dosa as part of her election campaign. #TamilNaduElections pic.twitter.com/kmU6GZIpp5
— ANI (@ANI) March 27, 2021
শনিবার প্রচারের মাঝেই নুনগাবাক্কামের পশ্চিম মাদা স্ট্রিটের একটি রেস্তোঁরায় ঢুকে পড়েন বিজেপি নেত্রী খুশবু। বানাতে শুরু করেন ধোসা। শুধু তাই নয় প্রচারে নেমে গরমের মরসুমি ফল 'আম'ও ভোটারদের মধ্যে বিলিয়ে দেন নেত্রী। এদিন প্রচারের সময় তাঁর উপর পুষ্পবৃষ্টি করেন এলাকার মানুষ। কেউ কেউ আবার উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানান অভিনেত্রীকে। বাচ্চাদের আদর করতেও দেখা যায় তাঁকে।
তবে তামিলনাড়ুতে সপ্তাহান্তের ভোট প্রচারে দেখা যায় এমন আরও অনেক ছবি। আরেক প্রার্থী সন্তোষ আবার নিজের দলের প্রতীক হিসাবে তরমুজ নিয়ে তামিলনাড়ুর থানজাবুর নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন জমা দিতে যান এদিন। অন্যদিনে একইদিনে পাটালি মাক্কাল কাঁচি (পিএমকে) প্রার্থী এভিএ কাসালিকে দেখা যায় তাঁর এলাকার ত্রিপলিকেন মার্কেটে প্রচারের অংশ হিসেবে আম বিক্রি করতে। কিছুদিন আগেই আলামগুলামের প্রার্থী হরি নাদার মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলেন গায়ে সাড়ে ৪ কেজির সোনার গয়না পরে। এইভাবেই প্রচার পর্বে জমে উঠেছে তামিলনাড়ুর ভোট-চিত্র। আগামী ৬ এপ্রিল থেকে তামিলনাড়ুতে শুরু হচ্ছে ভোট। এক দফাতেই ৩৮টি জেলাতে নির্বাচন হবে এই রাজ্যে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP candidate, Election Campaign