Arun Jaitley: 'আমার বিয়ে হয়েছিল অরুণজির বাড়িতে, উনিই ছিলেন বরকর্তা,' স্মৃতিচারণায় অভিনেত্রী

Last Updated:

আমার সঙ্গে অরুণজির সম্পর্ক দলের একজন বরিষ্ঠ নেতা হিসেবে নয়, আমাদের সম্পর্কটা ছিল বাবা-মেয়ের মতো৷ উনি আমায় মেয়ের মতো ট্রিট করতেন, আমিও ওঁকে বাবার মতো৷'

#নয়াদিল্লি: 'অরুণ জেটলির কথা বলতে গিয়ে প্রথমেই বলতে হয়, দু জনের কাছে থেকে অনেক কিছু শিখেছি৷ এক সুষমা স্বরাজ ও দ্বিতীয়, অরুণ জেটলি৷ দুজনেই চলে গেলেন৷ আমার সঙ্গে অরুণজির সম্পর্ক দলের একজন বরিষ্ঠ নেতা হিসেবে নয়, আমাদের সম্পর্কটা ছিল বাবা-মেয়ের মতো৷ উনি আমায় মেয়ের মতো ট্রিট করতেন, আমিও ওঁকে বাবার মতো৷' বলতে বলতে কেঁদে ফেললেন অভিনেত্রী ও বিজেপি-র জাতীয় স্তরে প্রাক্তন সাধারণ সম্পাদক বাণী ত্রিপাঠী৷
অরুণ জেটলি অরুণ জেটলি
বাণীর কথায়, 'রাজনৈতিক বা ব্যক্তিগত, জীবনে যখনই কোনও সমস্যার মুখোমুখি হয়েছি, অরুণজির পরামর্শ নিয়েছি৷ আমায় যখন কোনও পরামর্শ দিতেন, সেরাটা দিতেন৷ জীবনে অসাধারণ ব্যালেন্স রাখতেন৷ বিজেপি-র অনেক সমালোচকও অরুণজির ভক্ত ছিলেন৷ কারণ, অরুণজি কখনও মাথা গরম করতেন না৷ যে কোনও পরিস্থিতিতে ঠান্ডা৷ ভোটের আগে শেষবার দেখা হয়েছিল৷ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের দায়িত্ব আমায় নিতে বললেন অরুণজি৷ আমি একজন অভিনেত্রী৷ একজন অভিনেত্রীর কাছে বড় পাওনা ওই পদ৷'
advertisement
advertisement
এরপরই নিজের বিয়ের প্রসঙ্গ তুলে বাণী ত্রিপাঠির স্মৃতিচারণা, 'অনেক স্মৃতি জড়িয়ে ওঁর সঙ্গে৷ আমার বিয়ে ঠিক হয়েছে৷ কোথায় বিয়ে হবে? অরুণজি বলে দিলেন, আমারা মেয়ের বিয়ে আমার বাড়িতে হবে৷ অশোকা রোডের বাড়িতে আমার বিয়ের আয়োজন হল৷ ডলি আন্টি (জেটলির স্ত্রী) সব ব্যবস্থা করলেন৷ এমনকী আমার জীবনে যখন সব অন্ধকার, তখন উনি আমায় আলোয় ফেরান৷'
advertisement
চোখের জল থামছে না বাণীর৷ বাবাকে হারানোর শোক৷
বাংলা খবর/ খবর/দেশ/
Arun Jaitley: 'আমার বিয়ে হয়েছিল অরুণজির বাড়িতে, উনিই ছিলেন বরকর্তা,' স্মৃতিচারণায় অভিনেত্রী
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement