Arun Jaitley: 'আমার বিয়ে হয়েছিল অরুণজির বাড়িতে, উনিই ছিলেন বরকর্তা,' স্মৃতিচারণায় অভিনেত্রী

Last Updated:

আমার সঙ্গে অরুণজির সম্পর্ক দলের একজন বরিষ্ঠ নেতা হিসেবে নয়, আমাদের সম্পর্কটা ছিল বাবা-মেয়ের মতো৷ উনি আমায় মেয়ের মতো ট্রিট করতেন, আমিও ওঁকে বাবার মতো৷'

#নয়াদিল্লি: 'অরুণ জেটলির কথা বলতে গিয়ে প্রথমেই বলতে হয়, দু জনের কাছে থেকে অনেক কিছু শিখেছি৷ এক সুষমা স্বরাজ ও দ্বিতীয়, অরুণ জেটলি৷ দুজনেই চলে গেলেন৷ আমার সঙ্গে অরুণজির সম্পর্ক দলের একজন বরিষ্ঠ নেতা হিসেবে নয়, আমাদের সম্পর্কটা ছিল বাবা-মেয়ের মতো৷ উনি আমায় মেয়ের মতো ট্রিট করতেন, আমিও ওঁকে বাবার মতো৷' বলতে বলতে কেঁদে ফেললেন অভিনেত্রী ও বিজেপি-র জাতীয় স্তরে প্রাক্তন সাধারণ সম্পাদক বাণী ত্রিপাঠী৷
অরুণ জেটলি অরুণ জেটলি
বাণীর কথায়, 'রাজনৈতিক বা ব্যক্তিগত, জীবনে যখনই কোনও সমস্যার মুখোমুখি হয়েছি, অরুণজির পরামর্শ নিয়েছি৷ আমায় যখন কোনও পরামর্শ দিতেন, সেরাটা দিতেন৷ জীবনে অসাধারণ ব্যালেন্স রাখতেন৷ বিজেপি-র অনেক সমালোচকও অরুণজির ভক্ত ছিলেন৷ কারণ, অরুণজি কখনও মাথা গরম করতেন না৷ যে কোনও পরিস্থিতিতে ঠান্ডা৷ ভোটের আগে শেষবার দেখা হয়েছিল৷ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের দায়িত্ব আমায় নিতে বললেন অরুণজি৷ আমি একজন অভিনেত্রী৷ একজন অভিনেত্রীর কাছে বড় পাওনা ওই পদ৷'
advertisement
advertisement
এরপরই নিজের বিয়ের প্রসঙ্গ তুলে বাণী ত্রিপাঠির স্মৃতিচারণা, 'অনেক স্মৃতি জড়িয়ে ওঁর সঙ্গে৷ আমার বিয়ে ঠিক হয়েছে৷ কোথায় বিয়ে হবে? অরুণজি বলে দিলেন, আমারা মেয়ের বিয়ে আমার বাড়িতে হবে৷ অশোকা রোডের বাড়িতে আমার বিয়ের আয়োজন হল৷ ডলি আন্টি (জেটলির স্ত্রী) সব ব্যবস্থা করলেন৷ এমনকী আমার জীবনে যখন সব অন্ধকার, তখন উনি আমায় আলোয় ফেরান৷'
advertisement
চোখের জল থামছে না বাণীর৷ বাবাকে হারানোর শোক৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Arun Jaitley: 'আমার বিয়ে হয়েছিল অরুণজির বাড়িতে, উনিই ছিলেন বরকর্তা,' স্মৃতিচারণায় অভিনেত্রী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement