উপত্যকার সন্ত্রাস নিয়ে বিতর্কিত মন্তব্য, গুলাম নবি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি বিজেপির
Last Updated:
‘জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমনের নামে অত্যাচার চলছে ৷ সেনার অত্যাচারের শিকার নাগরিকরাই ৷’ কংগ্রেসের বর্ষীয়াণ নেতা গুলাম নবি আজাদের এই মন্তব্যের জেরেই বিপাকে কংগ্রেস ৷
#শ্রীনগর: ‘জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমনের নামে অত্যাচার চলছে ৷ সেনার অত্যাচারের শিকার নাগরিকরাই ৷’ কংগ্রেসের বর্ষীয়াণ নেতা গুলাম নবি আজাদের এই মন্তব্যের জেরেই বিপাকে কংগ্রেস ৷ আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিতে সরব বিজেপি ৷
আজাদের মন্তব্যের সমালোচনায় মুখর বিজেপি ৷ তাঁর এই মন্তব্যকে ‘লজ্জাজনক এবং গভীর দু:খজনক’ বলে কটাক্ষ করল বিজেপি ৷ পাশাপাশি, গুলাম নবি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি করেন বিজেপি নেতৃত্বরা ৷
advertisement
ইন্দো-পাকিস্তান সীমান্তের পরিস্থিতি বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে ৷ সীমান্তের ওপার থেকে ভারতের সেনাছাউনি লক্ষ্য করে লাগাতার চলে গুলিবর্ষণ ৷ এই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে মতবিরোধের জেরেই উপত্যকায় বিজেপি-পিডিপি জোটেরও ভাঙন হয় ৷ এরপর থেকেই বিজেপিকে কাঠগড়ায় তুলে অনবরত আক্রমণ করছে বিরোধীরা ৷ কিন্তু এহেন অবস্থাতে কিছুটা সেমসাইড গোল দিয়েই বিতর্কের মুখে কংগ্রেস ৷ আর বিতর্কের কেন্দ্রে রয়েছেন গুলাম নবি আজাদ ৷ যিনি দীর্ঘদিন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ৷ মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীনই জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদের অন্ধকার দিকটা দেখেছেন আজাদ ৷ তা স্বত্ত্বেও কীভাবে ভারতীয় সেনাদের দায়ী করা হল সন্ত্রাসবাদের জন্য ? সেই নিয়েই তোলপাড় জাতীয় রাজনীতি ৷
advertisement
গুলাম নবি আজাদের মন্তব্যের বিরুদ্ধে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ ৷ তিনি বলেন, ‘২০১২ সালে জম্মু-কাশ্মীরে ৭২ জন জঙ্গিকে হত্যা করা হয়েছিল ৷ ২০১৩ তে সেই সংখ্যাটা কমে দাঁড়ায় ৬৭-তে ৷ কিন্তু ২০১৪ সালে ক্ষমতায় আসে বিজেপি ৷ এরপরই ১১০ জন জঙ্গিকে খতম করা হয় ওই বছরে ৷ ২০১৫ সালে ১০৮, ২০১৬ সালে ১৫০ জন এবং ২০১৭ সালে ২১৭ জন জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা ৷ চলতি বছরের মে অবধি ৭৫ জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা ৷ সুতরাং এই হিসেব থেকেই স্পষ্ট কোন সরকার জঙ্গি দমনে সবথেকে বেশি সফল হয়েছেন ৷’
advertisement
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমনের নামে অত্যাচার চলছে ৷ সেনার অত্যাচারের শিকার নাগরিকরাই ৷’ আজাদের এই মন্তব্যকেই সমর্থম করে লস্কর-ই-তইবা ৷ লস্কর-ই-তইবার মুখপাত্র মহম্মদ শাহ বলেন, রাজ্যপালের শাসনের নামে অত্যাচার বাড়বে ৷ নিরাপরাধদের মৃত্যুর সংখ্যাও বাড়বে ৷
রাজ্যপালের শাসন জারি হয়েছে জাম্মু ও কাশ্মীরে ৷ রাজ্যপালের শাসনের পক্ষে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ মুখ্যমন্ত্রীর পদ থেকে মেহবুবা মুফতির পদত্যাগের পরই জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন নিয়ে শুরু হয় জল্পনা ৷ রাজ্যপাল এনএন ভোরা তাঁর রিপোর্ট পাঠিয়ে দেন রাষ্ট্রপতির কাছে ৷ তারপরই রাজ্যপালের শাসনের মতে সিলমোহর দেন রাষ্ট্রপতি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2018 4:34 PM IST