দলিত-বিরোধী নয়,বিজেপির শাসনকালেই রাজ্যে দলিতদের মর্যাদা বেড়েছে: যোগী আদিত্যনাথ
Last Updated:
রাজ্যে বিজেপি সরকার আসার আগে দলিত মাথার উপর ছাদ ছিল না কেন বা তাঁদের বিকাশ যোজনার সুযোগ দেওয়া হত না কেন, প্রশ্ন তুলেছেন যোগী
#মীরাট: বিজেপি কোনওভাবেই দলিত বিরোধী নয়, বিজেপির রাজ্য কমিটির বৈঠকে মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।
একের পর এক দলিতদের বিরুদ্ধে অপরাধমূলক ঘটনার প্রসঙ্গ উঠলে যোগী বলেন, যারা বিজেপি সরকারকে দলিত-বিরোধী আখ্যা দিয়ে চলেছেন তাঁরা দলিত সম্প্রদায়ের মানুষের জন্য কী করেছেন ? রাজ্যে বিজেপি সরকার আসার আগে দলিত মাথার উপর ছাদ ছিল না কেন বা তাঁদের বিকাশ যোজনার সুযোগ দেওয়া হত না কেন, প্রশ্ন তুলেছেন যোগী । বিজেপি সরকার ক্ষমতায় আসার রাজ্যে দলিতদের সমস্যা অনেকাংশে কমেছে, বেড়েছে তাঁদের সামাজিক মর্যাদাও, জানিয়েছেন যোগী ।
advertisement
Jo log kehte hain ki BJP ki sarkaar Dalit virodhi hai, unse main poocha chahta hoon ki agar BJP ki sarkaar Dalit virodhi hai toh ab tak Daliton ko awaas kyun nahin mile the? Unhe vikas yojna ka laabh kyun nahin mila tha?: UP CM Yogi Adityanath in Meerut pic.twitter.com/HGzPRb3Jol
— ANI UP (@ANINewsUP) August 11, 2018
advertisement
advertisement
প্রসঙ্গত শুক্রবার মীরাটে আম্বেদকরের একটি মূর্তিতে মাল্যদান করেছিলেন রাজ্য বিজেপি সম্পাদক সুনীল বনশল । শনিবার সেই মূর্তিকে দুধ ওগঙ্গাজল দিয়ে শুদ্ধ করেছিলেন একদল দলিত আইনজীবী । তাঁরা জানিয়েছিলেন বিজেপির রাজনৈতিক কপটতা তুলে ধরতেই এই কাজ করেছেন তাঁরা ।
ওই আইনজীবীদের দাবি, বিজেপি কেবলমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থে দলিতদের ব্যবহার করে চলেছে । একদিকে ক্ষমতাসীন সরকারের দাবি তারা দলিতদের উন্নয়নের জন্য কাজ করছেন কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশে সবথেকে খারাপ অবস্থা দলিতদেরই, জানিয়েছেন ওই আইনজীবীরা ।
advertisement
Meerut: A group of Dalit lawyers 'purified' statue of Dr BR Ambedkar near Dist Court y'day, say "RSS' Rakesh Sinha came&garlanded the statue.BJP govt oppresses Dalits.They've nothing to do with Ambedkar but do this to promote BJP&allure Dalits. So we purified this with Gangajal." pic.twitter.com/cs8tnzZ3XE — ANI UP (@ANINewsUP) August 11, 2018
advertisement
কিন্তু উত্তরপ্রদেশ বিজেপির মুখপাত্র যোগীর সুরেই বলেছেন ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই বিজেপি সরকার দলিতদের উন্নতির জন্য কাজ করে চলেছে । মূর্তির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন এ সব কিছুই বিজেপি সরকারের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য করা হয়েছে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 12, 2018 12:42 PM IST