Uttar Pradesh District Panchayat Polls: উত্তর প্রদেশে জেলা পঞ্চায়েত ভোটে বিরাট জয় বিজেপি-র, জোর ধাক্কা অখিলেশের

Last Updated:

উত্তর প্রদেশে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে স্থানীয় স্তরের এই নির্বাচনের (Uttar Pradesh District Panchayat Polls) গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছিল৷

#লখনউ: উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে বড় স্বস্তি পেল বিজেপি৷ রাজ্যে জেলা পঞ্চায়েত চেয়ারম্যান পদের নির্বাচনে ৭৫টির মধ্যে ৬৫টিতেই জয়ী হয়েছে বিজেপি৷ অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি জয়ী হয়েছে মাত্র ৬টি আসনে৷ অন্যান্যরা জিতেছে চারটিতে৷
উত্তর প্রদেশের ৭৫টি জেলার মধ্যে ২২টির জেলা পঞ্চায়েত চেয়ারম্যান পদে কোনও প্রতিদ্বন্দ্বিতা হয়নি৷ বাকি ৫৩টি আসনে নির্বাচনে হয়৷  এ দিনই ভোটদানের পর ফল ঘোষণা হয়৷ যে ২২টি আসনে ভোট হয়নি, তার মধ্যে ২১টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বিজেপি প্রার্থীরা৷ একমাত্র এটাওয়াতে জয়ী হয় সমাজবাদী পার্টি৷
গত মাসেই উত্তর প্রদেশে চার দফায় পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে৷ সেই নির্বাচনে জয়ী জেলা পঞ্চায়েতের সদস্যরাই জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন বা সভাপতিদের নির্বাচন করেন৷ ফলে কোনও একটি দলের প্রার্থীরা অন্যান্য দলেরও সমর্থন পান৷
advertisement
advertisement
উত্তর প্রদেশে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে স্থানীয় স্তরের এই নির্বাচনের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছিল৷ কারণ ভোটারদের মন বুঝে নেওয়ার এটাই শেষ সুযোগ ছিল রাজনৈতিক দলগুলির কাছে৷ উত্তর প্রদেশের পঞ্চায়েত নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল বিজেপি এবং সমাজবাদী পার্টির মধ্যে৷
গত বিধানসভা ভোটের ব্যর্থতা ভুলে আগামী বছর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করছে অখিলেশের দল৷ কিন্তু জেলা পঞ্চায়েতের সভাপতি পদের নির্বাচনের ফলাফল অখিলেশের কাছে বড় ধাক্কা৷ কারণ পাঁচ বছর আগে এই নির্বাচনের ফল হয়েছিল উল্টো৷ কারণ সেবার একপেশে ভাবে অধিকাংশ জেলায় পঞ্চায়েত সভাপতির পদে জিতেছিল সমাজবাদী পার্টি৷ যদিও ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিধ্বস্ত হয়েছিল অখিলেশের দল৷ তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজেপি-র আত্মবিশ্বাস বাড়লেও এই ফলের নিরিখে আগামী বছরের বিধানসভার নির্বাচনের ফলাফলের আন্দাজ পাওয়া শক্ত৷
advertisement
বিপুল এই জয়ের পর বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ আবার অখিলেশ যাদব বিজেপি-র বিরুদ্ধে প্রতিপক্ষ শিবিরকে ভয় দেখানো এবং হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন৷ বিধানসভা নির্বাচনের আগে দলকে শক্তিশালী করার যুক্তি দিয়ে এই নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh District Panchayat Polls: উত্তর প্রদেশে জেলা পঞ্চায়েত ভোটে বিরাট জয় বিজেপি-র, জোর ধাক্কা অখিলেশের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement