ভোটব্যাঙ্ক বাঁচাতে নোটবাতিলের কার্যকারণই এখন মোদির নতুন অস্ত্র

Picture Courtesy PTI

Picture Courtesy PTI

দু'দিনের জাতীয় কর্মসমিতির বৈঠকে নোট বাতিল ইস্যুকে আরও আঁকড়ে ধরল বিজেপি।

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: দু'দিনের জাতীয় কর্মসমিতির বৈঠকে নোট বাতিল ইস্যুকে আরও আঁকড়ে ধরল বিজেপি। পাঁচ রাজ্যে ভোটের আগে, নোট বাতিলকে হাতিয়ার করেই গরিব মানুষের কাছে দলের নেতা-কর্মীদের পৌঁছনোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্দেশ দিলেন সমালোচনা উপেক্ষা করারও। রাজ্যের অভিযোগ উড়িয়ে, রাজস্ব সংগ্রহ কমার জন্য তৃণমূল সরকারের অযোগ্যতাকেই দায়ী করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

    নোট বাতিলের জেরে সাবেক ভোটব্যাঙ্কে যে বড়সড় ধাক্কা লাগবে, তার আঁচ আগেই পেয়েছিল বিজেপি। সেই শূন্যস্থান পূরণে এবার গরিবের উপরই বাজি ধরছে মোদি অ্যান্ড কোম্পানি। শনিবার দিল্লিতে শেষ হল বিজেপির দু'দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক। বৈঠকের শেষদিন প্রধানমন্ত্রী যা বললেন, তাতে নোট-বাতিলকে আরও আঁকড়ে ধরার ইঙ্গিত স্পষ্ট দেখছেন দলের নেতা-কর্মীরা। উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোটের আগে যা গেরুয়া শিবিরের কৌশল বদল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন,

    - নোট বাতিল ইস্যুতে সমালোচনা উপেক্ষা করুন - ডিমনিটাইজেশনকে হাতিয়ার করেই গরিব মানুষের কাছে পৌঁছতে হবে - বোঝাতে হবে যে নোট বাতিলে আদতে বড়লোকের ক্ষতি হয়েছে, লাভবান হয়েছেন গরিবরা

    - কেন্দ্রের জনমুখী বার্তা নিয়ে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছতে হবে - কেন্দ্রীয় প্রকল্পগুলিতে যাতে গরিবরাও যুক্ত হন তা নিশ্চিত করতে হবে

    নোট বাতিলের পর থেকে রাজ্যের রাজস্ব সংগ্রহে ভাটা পড়েছে বলে লাগাতার অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আর্থিক প্রস্তাবের ওপর আলোচনার সময় সেই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। অর্থমন্ত্রীর অভিযোগ, রাজ্য সরকারের অযোগ্যতার কারণেই কমেছে রাজস্ব সংগ্রহ। আর সেই অযোগ্যতা ঢাকতেই নোট বাতিলকে দোষারোপ করেছে রাজ্য সরকার।

    First published:

    Tags: Amit Shah, Arun Jailtley, Demonitisation, Narendra Modi