#ভোপাল: ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ৷ কিছুদিন আগেই প্রয়াত হয়েছে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও গত পরশুদিন প্রয়াত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা অরুণ জেটলি ৷
সেই সাধ্বী প্রজ্ঞা ঠাকুর বাবুলাল গৌর ও অরুণ জেটলির স্মরণসভায় এসে বিতর্কিত মন্তব্য করেছেন ৷ তিনি বলেছেন লোকসভা নির্বাচনের সময়ে ভোটে লড়ার সময়েই এক মহারাজ তাঁকে বলেছিলেন খুব খারাপ সময় যাচ্ছে দেশের জন্য কেননা দেশের বিরোধীপক্ষ অর্থাৎ কংগ্রেস একটি মারণ বা অশুভ শক্তি পরিণত হয়েছে বিজেপির ক্ষেত্রে ৷
তবুও তিনি মহারাজের বিষয়ে আলাদা করে কোনও বিস্তারিত বর্ণনা দেননি ৷ তিনি এখানেও থামেননি তাঁর সংযোজন তিনি ভুলে গিয়েছিলেন তবে একের পর এক বিজেপি নেতার মৃত্যুতে সেই কথার ই সত্যতা বারেবারে প্রমাণিত হচ্ছে ৷ তিনি জানিয়েছেন মনোহর পারিকর, সুষমা স্বরাজ, বাবুলাল গৌর ও অরুণ জেটলি প্রয়াণেই তাই প্রমাণিত হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arun Jaitley, Bhopla, BJP MP, Controversy, Saddhi Pragya Thakur