গডসেকে দেশপ্রেমিক বলে বিতর্কের মুখে সাধ্বী প্রজ্ঞা, চাপের মুখে চাইতে হল ক্ষমা

Last Updated:

মধ্যপ্রদেশ বিজেপি সভাপতির কাছে ক্ষমা চেয়েছেন সাধ্বী প্রজ্ঞা। তবে দেশবাসীকে এড়িয়ে শুধু দলীয় নেতার কাছে ক্ষমা চাওয়া কেন? তার উত্তর মেলেনি।

#ভোপাল: নাথুরাম গডসে। কারোর কাছে তিনি মহাত্মা গান্ধির হত্যাকারী, কারোর কাছে আরএসএস নেতা, কট্টর হিন্দুত্ববাদী মুখ। হিন্দুত্বের আরেক ফায়ারব্যান্ড নেত্রীর দাবি, গডসে নিখাদ দেশপ্রেমিক। সাধ্বী প্রজ্ঞার এই দাবি নিয়ে বিড়ম্বনায় বিজেপি। সোশ্যাল মিডিয়াতেও তীব্র আলোড়ন।
হিন্দু সন্ত্রাসবাদী নিয়ে মন্তব্য। কয়েকদিন আগেই নাথুরাম গডসেকে নিয়ে মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছিলেন কমল হাসান।
এতদিন বিষয়টা এড়িয়েই চলছিল গেরুয়া শিবির। সবটাই ভেস্তে দিলেন ভোপালের বিজেপি প্রার্থী। নাথুরাম গডসকে নিয়ে প্রজ্ঞার মন্তব্যের পর তুমুল বিতর্ক।
advertisement
কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই নরেন্দ্র মোদির মুখে শোনা গিয়েছে মহাত্মা গান্ধির স্তুতি। এমনকি বিজেপিই মহাত্মার আদর্শ ও নীতি পথে চলেছে বলেও দাবি করেন বিজেপি নেতারা। সেই ফানুসটাই যেন ফাটিয়ে দিলেন ভোপালের বিজেপি প্রার্থী।
advertisement
সপ্তম ও শেষ দফায় ভোটের আগে হাতে গরম ইস্যু হাতছাড়া করেনি বিরোধীরা। গান্ধির হত্যাকারী নিয়ে বিজেরপির অবস্থান কী? প্রশ্ন তুলে চাপ বাড়ায় কংগ্রেস।
সোশ্যাল মিডিয়াতেও তুমুল আলোড়ন। কয়েক ঘণ্টায় প্রজ্ঞাকে নিয়ে চারটি টুইটার ট্রেন্ড প্রথম দশে উঠে আসে।
কংগ্রেসের যে ক্ষতি স্যাম পিত্রোদা করেছেন, তার থেকেও বেশি বিজেপির বেশি ক্ষতি করছেন সাধ্বী প্রজ্ঞা ৷ গডসে যদি দেশপ্রেমিক হন, তা হলে বিজেপি কি এখন থেকে জাতির জনককে দেশদ্রোহী অ্যাখ্যা দেবে?
advertisement
মুম্বই পুলিশের প্রাক্তন এটিএস প্রধান হেমন্ত কারকারে নিয়ে প্রজ্ঞার মন্তব্যে অস্বস্তিতে পড়েছিল বিজেপি। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য করা হয় প্রজ্ঞাকে। বৃহস্পতিবারও একই ভাবে প্রজ্ঞাকে বার্তা দেয় গেরুয়া শিবির।
নির্দেশ মেনে পরে মধ্যপ্রদেশ বিজেপি সভাপতির কাছে ক্ষমা চেয়েছেন সাধ্বী প্রজ্ঞা। তবে দেশবাসীকে এড়িয়ে শুধু দলীয় নেতার কাছে ক্ষমা চাওয়া কেন? তার উত্তর মেলেনি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গডসেকে দেশপ্রেমিক বলে বিতর্কের মুখে সাধ্বী প্রজ্ঞা, চাপের মুখে চাইতে হল ক্ষমা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement