পটকুড়া উপনির্বাচনে হারল বিজেপি
Last Updated:
এর আগে ওই আসনে দু বার নির্বাচন বাতিল হয়৷ উপনির্বাচনে বিজেডি প্রার্থী সাবিত্রী আগরওয়াল পেয়েছেন ৯৭ হাজার ১৭ ভোট৷
#ভুবনেশ্বর: ওড়িশার পটকুড়া বিধানসভা উপনির্বাচনে হেরে গেল বিজেপি৷ টানা জিতে আসনটি ধরে রাখল বিজু জনতা দল বা বিজেডি৷ ওই আসনে বিজেডি প্রার্থী সাবিত্রী আগরোয়াল ১৭ হাজার ৯২০ ভোটের ব্যবধানে জিতলেন৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী বিজয় মহাপাত্র দ্বিতীয় স্থানে৷ কংগ্রেস প্রার্থী জয়ন্ত কুমার তৃতীয় স্থানে৷
এর আগে ওই আসনে দু বার নির্বাচন বাতিল হয়৷ উপনির্বাচনে বিজেডি প্রার্থী সাবিত্রী আগরওয়াল পেয়েছেন ৯৭ হাজার ১৭ ভোট৷ বিজেপি প্রার্থী বিজয় মহাপাত্র ৭৮ হাজার ৯৭টি ভোট পেয়েছেন৷ কংগ্রেস প্রার্থী জয়ন্ত কুমার পেয়েছেন মাত্র ২ হাজার ১০৪টি ভোট৷
বিজেডি বিধায়ক বেদপ্রকাশ আগরোয়ালের মৃত্যুর পর পটকুড়া আসনটি খালি হয়৷ তাঁর বিধবা স্ত্রীকেই ওই আসনে টিকিট দেয় বিজেডি৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 24, 2019 5:07 PM IST