Biplab Deb: বিবাহবিচ্ছেদ চেয়েছেন স্বয়ং বিপ্লব দেব! দাবি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীর
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বিবাববিচ্ছেদ হতে চলেছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং তাঁর স্ত্রী নীতি দেবের মধ্যে। সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। এর আগে কিছু বছর আগেও এক বার সমাজমাধ্যমে রটে গিয়েছিল, ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিবাহবিচ্ছেদ হতে চলেছে।
নয়াদিল্লি: বিবাববিচ্ছেদ হতে চলেছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং তাঁর স্ত্রী নীতি দেবের মধ্যে? সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। এর আগে কিছু বছর আগেও এক বার সমাজমাধ্যমে রটে গিয়েছিল, ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিবাহবিচ্ছেদ হতে চলেছে। কিন্তু, সেই সময়ে তাঁর স্ত্রী নীতি দেব বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, সবই আসলে ভুয়ো।
এখন বিপ্লব প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, তিনি পশ্চিম ত্রিপুরার সাংসদও। সেই বিপ্লব সম্পর্কে এ বার প্রকাশ্যে বিবৃতি দিলেন স্ত্রী নীতিই। বুধবার সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘দেবজি বিবাহবিচ্ছেদ চেয়েছেন।’’ সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করেছেন নীতি। যার ছত্রে ছত্রে রয়েছে ২৪ বছরের ‘সম্পর্ক ভাঙার যন্ত্রণা’র কথা। নীতি লিখেছেন, ”আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আমি। কিন্তু আর কিছুই করার নেই।”
advertisement
advertisement

সামাজিক মাধ্যমে বিবাহবিচ্ছেদের দাবি নীতির। ছবি- সমাজ মাধ্যম
এক পুত্র, এক কন্যা রয়েছে এই দম্পতির। এক জন প্রাপ্ত বয়স্ক, অন্য জন অপ্রাপ্তবয়স্ক। সন্তানদের কথা উল্লেখ করে নীতি লিখেছেন, ‘‘কোনও মা কখনওই এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে চায় না। যখন তার সন্তানদের সেরাটা পাওয়ার কথা।’’
advertisement
এ নিয়ে বিপ্লবের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর আগরতলা এবং দিল্লির আপ্তসহায়কেরাও কোনও জবাব দেননি। তবে নীতির বিবৃতি নিয়ে বিজেপি তো বটেই, ত্রিপুরার রাজনীতিও আলোড়িত হতে শুরু করেছে।
বিপ্লব ত্রিপুরার ভূমিপুত্র হলেও তাঁর জীবনের একটা বড় সময় কেটেছে দিল্লিতে। রাজধানী শহরে জিম ট্রেনারের কাজও করতেন তিনি। সেখানেই নীতির সঙ্গে তাঁর পরিচয়। প্রণয়। পরে বিবাহ। সেই সময়েই বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার শুরু। পরে একাধিক বিজেপি সাংসদের আপ্তসহায়কের দায়িত্বও সামলেছেন। সেই বিপ্লবকেই ২০১৬ সালে ত্রিপুরা বিজেপির সভাপতি করে পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহেরা। ২০১৮ সালে তাঁর নেতৃত্বেই দীর্ঘ বাম সরকারের পতন ঘটায় বিজেপি। মুখ্যমন্ত্রী করা হয় তাঁকে। কিন্তু প্রথম পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই ২০২২ সালে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন বিপ্লব। তার পর তাঁকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। ২০২৪ সালের লোকসভায় তাঁকে টিকিটও দিয়েছিল পদ্মশিবির। তিনি জিতে সাংসদও হয়েছেন।
advertisement
বিপ্লব আপাতত দিল্লির ভোটের কাজে ব্যস্ত। ঠিক সেই সময়েই সমাজমাধ্যমে বিবৃতি দিয়ে বিবাহবিচ্ছেদের কথা জানালেন স্ত্রী নীতি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 30, 2025 12:02 AM IST