এবার মোদির রাজ্যে পাশ লাভ জিহাদ বিরোধী বিল, অভিযুক্তের হতে পারে বড়সড় সাজা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
এবার থেকে গুজরাতে লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত হলে দশ বছর পর্যন্ত জেল হতে পারে।
#আহমেদাবাদ: আরও একটি বিজেপি শাসিত রাজ্যে পাশ হল লাভ জিহাদ বিরোধী বিল। এর আগে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের সরকার লাভ জিহাদ বিরোধী বিল পাস করেছিল। এবার একই পথে হাঁটল নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত। এবার থেকে গুজরাতে লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত হলে দশ বছর পর্যন্ত জেল হতে পারে। তার সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানাও হতে পারে বলে জানা যাচ্ছে। গুজরাত ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যাক্ট আইনের সংশোধনী হিসেবে এই বিল বিধানসভায় পেশ করা হয়েছিল। এবার এই বিল আইনে পরিণত হওয়ার অপেক্ষায়।
পরিচয় লুকিয়ে বিয়ে করে ধর্মান্তকরণ আটকানোর জন্যই এই বিল আনা হয়েছে বলে জানিয়েছে গুজরাতের প্রশাসন।
পরিচয় লুকিয়ে বিয়ে এবং তারপর মেয়েটির ধর্মান্তকরণ। গত কয়েক মাসে এমন বেশ কিছু ঘটনা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রকাশ্যে এসেছে। তারপর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন। গুজরাতে যে বিল পাশ হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, কোনও মেয়েকে ধর্মান্তকরণ করে বিয়ে করা চলবে না। তাতেও অভিযুক্তের পাঁচ বছর সাজা ও কম করে দুলক্ষ টাকা জরিমানা হতে পারে। নাবালিকা কিংবা তফশিলি জাতির কোনও মেয়েকে বিয়ের আগে বা পরে ধর্মান্তকরণ করলে অভিযুক্তের সাজা হবে আরও কঠোর। এমনকী কোনও সংগঠনও যদি লাভ জিহাদের সঙ্গে যুক্ত থাকে তাহলেও বড়সড় সাজা হতে পারে।
advertisement
advertisement
গুজরাতে এই বিল আনার ব্যাপারে বিরোধিতা করেছিল কংগ্রেস। তারা জানিয়েছিল, ভালবাসা আইন মেনে হয় না। কংগ্রেস নেতা পরেশ ধনানি দাবি করেছেন, অকারণে জাতপাতের বিষয় টেনে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টির চেষ্টা করছে বিজেপি। ভালবাসা কখনওই কোনও বাধা মানে না। দুজন মানুষের অনুভূতিতে সরকার কখনও হস্তক্ষেপ করতে পারে না। বিধানসভায় এদিন দিনভর এই বিল নিয়ে পর্যালোচনা হয়েছিল। শেষমেশ পাশ হয়ে যায় বিল। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভালবাসা আর ভালবাসার নাম করে ধর্মান্তকরণ আলাদা ব্যাপার। সরকার কোনওভাবেই দুজন মানুষের ভালবাসার সম্পর্কে হস্তক্ষেপ করবে না। এই বিল শুধুমাত্র তাদের জন্যই যারা ভালবাসার আড়ালে লাভ জিহাদ চালাতে চায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 02, 2021 1:13 PM IST