Bihar: ধু ধু মাঠের মাঝখানে ৩ কোটির সেতু! বিহারের কাণ্ড দেখলে হাঁ হয়ে যাবেন
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
এই বিষয়ে এক ব্যক্তি বলেন, "যখন ব্রিজ আর রাস্তার কাজ শুরু হল তখন ভাবলাম আমাদের দুর্দশা শেষ হল। কিন্তু কোথায় কী! কোথায় ব্রিজ বানিয়েছে!"
পাটনা: ব্রিজ তো হল কিন্তু যেখানে হল সেখানেই বিপত্তি। মস্ত বড় মাঠের মাঝে ব্রিজ নির্মাণ, কার্যত অবাক করে দিয়েছে স্থানীয় বাসিন্দাদের। এই ব্রিজ বানাতেই আবার খরচ হয়েছে তিন কোটি টাকা। এই ঘটনাটি বিহারের।
বিহারের আরারিয়া জেলার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মূলত ব্রিজ বানানোই হয় যাতে সাধারণ মানুষের মুশকিল আসান হয়। কিন্তু, মাঠের মাঝে এমন ব্রিজে আদতে কী হল তা ভেবে কূল কিনারা পাচ্ছেন না কেউই।
প্রায় ৩ কিলোমিটার লম্বা রাস্তা এবং এই ব্রিজ মূলত পরমানন্দপুর গ্রামের সরকারের গ্রামীণ সড়ক যোজনার অন্তর্গত ছিল। সবাই ভেবেছিল এই রাস্তা এবং ব্রিজ হলে হয়ত তাঁদের দুর্দশা কাটবে কিন্তু হল উল্টো।
advertisement
advertisement
এই বিষয়ে এক ব্যক্তি বলেন, “যখন ব্রিজ আর রাস্তার কাজ শুরু হল তখন ভাবলাম আমাদের দুর্দশা শেষ হল। কিন্তু কোথায় কী! কোথায় ব্রিজ বানিয়েছে!”
এই বিষয়ে আরারিয়া জেলার জেলা শাসক ইনায়ত খান বলেন, “আমার এই বিষয়টি নজরে এসেছে। ইতিমধ্যেই আমি প্রধান ইঞ্জিনিয়ারকে জানিয়েছি। আমিও শীঘ্রই ওই এলাকায় যাব।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 09, 2024 8:59 PM IST