সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার SSC-র চেয়ারম্যান

Last Updated:

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে গ্রেফতার করা হল বিহার স্টাফ সিলেকশনের চেয়ারম্যানকে।

#পটনা: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে গ্রেফতার করা হল বিহার স্টাফ সিলেকশনের চেয়ারম্যানকে।  শুক্রবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ অভিযুক্ত সুধীর কুমার একজন IAS অফিসার। বিহারে সরকারি নিয়োগ পরীক্ষার দায়িত্বে ছিলেন তিনি ৷ হাজারিবাগ থেকে তার পরিবারের চার সদস্য-সহ গ্রেফতার করা হয়েছে ৷ সুধীরের পরিবারের চারজন সদস্য এি দুর্মীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে তদন্তকারী দল ৷
বিহারে সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কথা প্রকাশ্যে আসে ৮ ফেব্রুয়ারি ৷ এরপর থেকেই পলাতক ছিলেন সুধীর ৷ প্রশ্ন পত্র ফাঁস হওয়ার ঘটনা সামনে আসতেই পরীভা বাতিল করে দেওয়া হয়েছিল ৷ ঘটনার তদন্তের জন্য গড়া হয়েছিল একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম ৷
সরকারি দফতরে ক্লার্ক নিয়োগের জন্য পরীক্ষাটি নেওয়া হচ্ছিল ৷ পরীক্ষার প্রথম পর্ব ৫ ফেব্রুয়ারি নেওয়া হয়েছিল ৷ পরীক্ষা শুরু হয় সকাল ১১টা নাগাদ ৷ এরপর সঙ্গে সঙ্গে তা হোয়াটসঅ্যাপ ও অনলাইন চ্যাটিং প্ল্যাটফর্মে লিক হয়ে যায় ৷ মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় ৷ কমিশনের নজরে বিষয়টি আসতেই বাতিল করে দেওয়া হয়েছে পরীক্ষা ৷ ঘটনায় এখনও পর্যন্ত ২০জনকে গ্রেফতার করা হয়েছে ৷ BSSC সেক্রেটারি পরমেশ্বর রামকে গ্রেফতার করা হয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার SSC-র চেয়ারম্যান
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement