Nitish Kumar Wins Majority Test: আস্থাভোটে জিতল নীতীশের মহাজোট! প্রতিবাদে ওয়াকআউট বিজেপির
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
JDU Nitish Kumar: নীতীশ কুমারের ‘নিজের দমে মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষমতা না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা’ নিয়ে উপহাস করেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।
#পটনা: বুধবার বিধানসভায় আস্থা ভোটে জিতল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নতুন মহাজোট সরকার। ভোটের আগে তাঁর বক্তব্যের প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি। বিজেপির ওয়াকআউটের পরে ভোটে নীতিশ কুমার ১৬০ টি ভোটই পেয়েছেন। ২৪৩ সদস্যের বিহার বিধানসভায় ১৬৪ জন বিধায়কই নীতীশ কুমারের সরকারকে সমর্থন করেছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের এই পরীক্ষাটিকে মূলত আনুষ্ঠানিকতা হিসেবেই দেখা হচ্ছে।
আস্থা প্রস্তাবের বিতর্কের সময় নিজের বক্তৃতায় রাষ্ট্রীয় জনতা দলের প্রধান এবং নীতীশ কুমারের নতুন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানান নতুন এই জোট হবে ‘ঐতিহাসিক’। তেজস্বী যাদব বলেন, “আমি একজন ক্রিকেটার এবং এই পার্টনারশিপ হইচই সৃষ্টি করবে। এটি একটি অন্তহীন, ঐতিহাসিক ইনিংস হতে চলেছে। আমাদের জুটি দীর্ঘস্থায়ী হবে। কেউই রানআউট হবে না।”
advertisement
advertisement
বিতর্ক চলাকালীন বিজেপির তারাকিশোর প্রসাদ প্রাক্তন জোটসঙ্গী নীতীশ কুমারকে আক্রমণ করে জানান, নীতীশ ‘রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা’ হারিয়েছেন। নীতীশ কুমারের ‘নিজের দমে মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষমতা না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা’ নিয়ে উপহাস করেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। এদিনের বিধানসভা অধিবেশন শুরু হয় বিজেপির স্পিকার বিজয় কুমার সিনহার পদত্যাগ দিয়ে। মহাজোট ক্ষমতায় আসার পরপরই অনাস্থা প্রস্তাবের প্রতিক্রিয়ায় পদত্যাগ করেন তিনি। ফ্লোর টেস্টের সভাপতিত্ব করেন জনতা দল ইউনাইটেডের ডেপুটি স্পিকার মহেশ্বর হাজারী।
advertisement
আস্থা ভোটের কয়েক ঘণ্টা আগেই দলীয় প্রধানের ‘চাকরির বদলে জমি’ কেলেঙ্কারির অভিযোগে পটনায় সুনীল সিং, সুবোধ রাই, ডক্টর ফৈয়াজ আহমেদ এবং আশফাক করিমের বাড়িতে অভিযান চালায় সিবিআই।
নীতীশ কুমার মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েকদিন পরেই সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষাটি হল। সবচেয়ে বেশি আসন আরজেডির। মন্ত্রিসভায় ৩১ জন মন্ত্রীর মধ্যে, আরজেডির মন্ত্রী ১৬ জন, তারপরেই নীতীশ কুমারের জেডিইউয়ের ১১ জন। দুইজন কংগ্রেসের, জিতন রাম মাঞ্জির হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতা এবং একজন নির্দল বিধায়কও মন্ত্রী হয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2022 6:21 PM IST