বিহারে ভাঙনের শেষ প্রান্তে দাঁড়িয়ে জোট সরকার
Last Updated:
সব হিসাব ওলট পালট করে তৈরি হয়েছিল মহাজোট। সব সংশয় উড়িয়ে, গেরুয়া ঝড় রুখে গিয়ে ক্ষমতায় আসে আরজেডি-জেডিইউ জোট।
#পটনা: সব হিসাব ওলট পালট করে তৈরি হয়েছিল মহাজোট। সব সংশয় উড়িয়ে, গেরুয়া ঝড় রুখে গিয়ে ক্ষমতায় আসে আরজেডি-জেডিইউ জোট। মাত্র দেড় বছরের মধ্যেই কি শেষ হচ্ছে রাজনীতির সেই মধুচন্দ্রিমা? দুই দলের বিভিন্ন সূত্রেই তেমনই ইঙ্গিত। বিহারে ভাঙনের শেষ প্রান্তে দাঁড়িয়ে জোট সরকার।
বিহারে মহাজোট কোন জায়গায় দাঁড়িয়ে, এই মন্তব্যেই স্পষ্ট। শুধু ত্যাগিই নন, মহাজোটের ভাঙন নিশ্চিত বলেই মনে করছেন জেডিইউ ও আরজেডির শীর্ষনেতারাই। ভাঙছেন না কেউই। আকারে-ইঙ্গিতেই বুঝিয়ে দিচ্ছেন।
কেন এই ভাঙন? কেন হঠাৎই ভাঙনের মুখে দাঁড়িয়ে বিহারের মহাজোট? উঠে আসছে বিভিন্ন কারণ
advertisement
লালুপ্রসাদ সহ একাধিক আরজেডি নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা
advertisement
ইডি-র তদন্তের মুখে লালুর ছেলে, মেয়ে সহ একাধিক আত্মীয়
বেশ কিছু ঘটনায় আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে ক্ষুদ্ধ নীতীশ
রাষ্ট্রপতি নির্বাচনে জেনেবুঝেই এনডিএ প্রার্থীকে সমর্থন
শুধু এই নয়, আরও বেশ কিছু কারণেই জোটের ভাঙন নিশ্চিত দেখাচ্ছে। কয়েকদিন বা কিছুদিনের মধ্যেই তা সামনে আসতে পারে। পরিস্থিতির সুযোগ নিতে তৈরি বিজেপিও। রাজ্য বিজেপির শীর্ষনেতাও সেই ইঙ্গিত দিয়েছেন।
advertisement
‘আমরা জানতাম এই অনৈতিক জোট ৫ বছর টিকবে না। জেডিইউ আমাদের জোট শরিক ছিল। ভবিষ্যতে কি হবে কেউ জানে না। তবে নীতীশ কুমারের সঙ্গে আমাদের কোনও তিক্ততা নেই। নীতীশ চাইলে বিজেপি পিছিয়ে থাকবে না’, জানালেন সুশীল মোদি ৷
লালু-নীতীশের মহাজোট গঠনের মতই মহাজোটের ভাঙনটাও ভারতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য অধ্যায় হতে চলেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 28, 2017 10:16 AM IST