বিহারে সাংবাদিক খুনের ঘটনায় চার সন্দেহভাজন গ্রেফতার
Last Updated:
সাংবাদিক রাজদেও রঞ্জন খুনের ঘটনায় শনিবার চার জনকে আটক করল বিহার পুলিশ। সিওয়ানের এসপি বলেন, '‘ রাজদেও রঞ্জন খুনের ঘটনায় চার জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’’
#পটনা: সাংবাদিক রাজদেও রঞ্জন খুনের ঘটনায় শনিবার চার জনকে আটক করল বিহার পুলিশ। সিওয়ানের এসপি বলেন, '‘ রাজদেও রঞ্জন খুনের ঘটনায় চার জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’’
বিহারের হিন্দি দৈনিক 'হিন্দুস্তান'-এর একজন সিনিয়র সাংবাদিক ছিলেন রাজদেও রঞ্জন। শুক্রবার সন্ধেয় বাইকে করে যাওয়ার সময় বন্দুকধারী কয়েকজন দুষ্কৃতী এসে আচমকাই গুলি চালায় তাঁর ওপর। পাঁচবার গুলি চালানো হয়েছিল বলে সূত্রের খবর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সন্দেহভাজনদের আটক করলেও এসপি সৌরভ কুমার শাহ জানান, এমন নৃশংসভাবে সাংবাদিককে খুনের পিছনে ঠিক কী উদ্দেশ্য ছিল তা এখনও পরিষ্কার নয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2016 2:42 PM IST