হোম /খবর /দেশ /
আপত্তিকর মন্তব্যের জন্য ঋষি কাপুর ও ফারুখ আবদুল্লাকে গ্রেফতারের নির্দেশ

কাশ্মীর নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য ঋষি কাপুর ও ফারুখ আবদুল্লাহকে গ্রেফতারের নির্দেশ

representative image

representative image

  • Last Updated :
  • Share this:

    #বিহার: জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহ আর অভিনেতা ঋষি কাপুরের বিরুদ্ধে বিহারের জমুই কোর্ট জামিন যোগ্য ওয়ারেন্ট দায়ের করে। কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীরকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন ফারুখ আবদুল্লাহ। আর তাঁকে সমর্থন করেছিলেন ঋষি কাপুর। সেই জন্য এই দুজনের নামে দেশের বিপক্ষে কথা বলার জন্য মামলা করা হয়েছিল। জমুই কোর্টের এক উকিল এই মামলা করেছিলেন। সেই মামলার শুনানির দিন আগেই ঠিক হয়েছিল। কিন্তু অভিযুক্তরা কেউ কোর্টে উপস্থিত না থাকায় তাঁদের গ্রেফতারির নির্দেশ দেন কোর্ট। ১৬ আগস্ট এই মামলার ফের শুনানি হবে।

    ২০১৭ সালে ফারুক আবদুল্লাহ বলেছিলেন, 'পাক অধিকৃত কাশ্মীর আসলে পাকিস্তানেরই অংশ।' আর কাশ্মীরের স্বায়ত্বশাসন নিয়ে সরব হয়েছিলেন। তাঁর এই বক্তব্যেই আশার আলো দেখছেন প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। তিনি টুইটে ফারুক আবদুল্লাকে সেলাম করে ঋষি কাপুর লিখেছিলেন, 'আপনার বক্তব্য যেন সত্যি হয়। তাড়াতাড়ি কাশ্মীর সমস্যা মিটে যাক। মৃত্যুর আগে যেন একবার পাকিস্তানের মাটিতে পা রাখতে পারি।' এর পর এই দুজনকে নিয়ে সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। সেই সময় বিহারের জমুই কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেই কারণে এবার গ্রেফতারির ওয়ারেন্ট জারি করা হল তাঁদের বিরুদ্ধে।

    First published:

    Tags: Farooq Abdullah, JAMUI DISTRICT COURT, Rishi Kapoor