#পটনা: সীতার রাজ্যে কুরুক্ষেত্র। ভোটের বিহার সরগরম। শনিবার শেষ দফার ভোট। মঙ্গলে কার মঙ্গল? জানা যাবে ১০ তারিখ ৷ বিহার এবার কার। এদিন ৭৮টি বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা জানাবেন নিজের মত ৷ মোট ১২০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজ ৷ কিন্তু বেলা ১১টা পর়্ন্স মতদানের হার অত্যন্ত ধীর ৷
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১১টা পর্যন্ত ভোট কেন্দ্রে পা পড়েছে মাত্র ১৯ শতাংশ ভোটারের ৷ ভোটের হার দেখে এলজেপি প্রধান চিরাগ পাসোয়ানের আর্জি, বিহারকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই দিন নিজের ভোট ৷ জানান নিজের মত , কাকে দেখতে চান মসনদে ৷
অন্যদিকে, পরিবর্তন অপেক্ষা করছে বিহারে৷ তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই এমন আত্মবিশ্বাসী বার্তা দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব৷ এলজেপি নেতা চিরাগ পাসোয়ানেরও দাবি, মুখ্যমন্ত্রী হিসেবে ফিরছেন না নীতীশ কুমার৷
আজ, শনিবার বিহারে শেষ এবং তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে৷ আগামী ১০ নভেম্বর ফল ঘোষণা৷ এ দিন সকালে তেজস্বী যাদব ট্যুইটারে লেখেন, 'বিহারে গঙ্গা, গন্ডক এবং কোশিতে পরিবর্তনের স্রোত বইছে৷ পরিবর্তনের ঢেউ জোরাল হচ্ছে৷ বিহারের সোনালি ভবিষ্যৎ, সার্বিক উন্নয়ন, শান্তির জন্য অবশ্যই ভোট দিন৷' সংবাদমাধ্যমের সামনেও তেজস্বী দাবি করেন, তৃতীয় দফার ভোটেও তাঁরাই জয়ী হবেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।