#পটনা: বিহারে কুরুক্ষেত্র ৷ কে জিতবে মসনদ? তেজস্বীর তেজে জয় মহাজোটের নাকি পোড় খাওয়া নীতীশ কুমার ও বিজেপির যুগলবন্দিতে উল্টে যাবে পাশা? বুথ ফেরত সমীক্ষা হোক বা ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড ৷ দুইয়েই মহাজোট ও এনডিএর কড়া টক্করের ইঙ্গিত মিলছে ৷ তবে মসনদে আসবে কে তা তো ঠিক করবে রাজনৈতিক সমীকরণের অঙ্ক, তবে বুথ ফেরত সমীক্ষা ও ফলাফলের প্রাথমিক ট্রেন্ড থেকে একটি জিনিস স্পষ্ট ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে ব্র্যান্ড নীতীশ ৷ যদিও ভোট কমেনি বিজেপির ৷ পদ্মের শক্তিতে ভর করে ভোটের বৈতরণী পার করতে পারে কিনা জেডিইউ এখন সেটাই দেখার ৷ আসন সংখ্যায় বড় শরিক জেডিইউ-র চেয়ে এগিয়ে বিজেপি |
বুথ ফেরত সমীক্ষার ফলেই স্পষ্ট করোনা,পরিযায়ী ইস্যু ও বেকারত্ব সমস্যা ভালমতোই প্রভাব ফেলেছে নীতীশের জনপ্রিয়তায় ৷ সমীক্ষার রিপোর্টেই দেখা গিয়েছে করোনাকে সামলাতে নীতীশ সরকারের ব্যর্থতা উষ্মা তৈরি করেছে রাজ্যের মানুষের মনে ৷ একইসঙ্গে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সরকারের প্রথমদিকের অমানবিক ব্যবহারও ভুলতে পারেননি সাধারণ মানুষ ৷ জীবিকা হারানো পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা করে কোনও ব্যবস্থা করেননি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ করোনার আতঙ্কের সঙ্গে অভুক্ত থাকার যন্ত্রণা, জীবন-জীবিকার অনিশ্চয়তায় পরিযায়ী শ্রমিকদের কষ্ট ক্ষোভ তৈরি করেছে বাকিদের মনেও ৷ করোনা পর্বের আগে রাজ্যের বেকার সমস্যা নিয়ে বার বার সমালোচনায় বিদ্ধ হয়েছে নীতীশ কুমারের সরকার তবুও সমাধান আসেনি ৷ এই সবেরই জেরে যুবা তেজস্বীতেই ভরসা করতে চাইছে বিহারের নতুন প্রজন্ম ৷ নীতীশের প্রতি তিক্ততা জনপ্রিয়তা বাড়িয়েছে তেজস্বীর ৷ সমীক্ষা বলছে রাজ্যের ৪৪ শতাংশ মানুষ লালুপুত্র তেজস্বীকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে পটনার মসনদে দেখতে চান ৷ সেখানে নীতীশের পোড় খাওয়া নেতৃত্বকে চাইছেন মাত্র ৩৫ শতাংশ মানুষ ৷
তেজস্বীর জনপ্রিয়তায় নীতীশ ম্লান হলেও মসনদের অঙ্কটা এতটা সরল নয় ৷ নীতীশ বিরোধী মতের কারণেই বড়সড় ইমেজ ড্যামেজ হয়েছে এনডিএ-এরও ৷ তবে একইসঙ্গে বিহারে বিজেপির জনপ্রিয়তা ও ব্র্যান্ড নীতীশ দুটো আলাদা ফ্যাক্টর ৷ সেই কারণেই মুখ্যমন্ত্রী নীতীশের উপর উষ্মা থাকলেও তা বিজেপির ভোটে থাবা বসায়নি বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ বিজেপির ভাল ফলে ভরসায় কড়া টক্করে রয়েছে এনডিএ জোট
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bihar Election 2020, Bihar Election Result 2020, Bihar Elections 2020