Bihar Police: পুলিশকে মারছে পুলিশই! বিহারে ভয়ঙ্কর কাণ্ড! ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
এরপর থেকেই ঘটনা আরও বড় আকার নেয়। রাজৌন থানার আধিকারিক ঋষি রাজ জানান ইতিমধ্যেই বাঙ্কার এসপি অফিসে বারাহাট থানার এসএইচও দীপক পাসওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
পাটনা: বিহারে ইতিমধ্যেই অপরাধ নিয়ে তৎপর হয়েছে সেখানকার পুলিশ-প্রশাসন। বিহারের অপরাধের হার নিয়েও কটাক্ষ করে ‘জঙ্গল রাজ’ বলেছেন বিরোধী নেতা তেজস্বী যাদব। এরমধ্যেই পুলিশের এক ঘটনা সামনে আসতেই কার্যত অস্বস্তিতে পড়েছে গোটা বিহার পুলিশ। সূত্রের খবর, বিহারের বাঙ্কা এলাকার এক পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ তাঁরই এক সহকর্মীকে গালিগালাজ করেছেন এবং শারীরিক ভাবে নিগ্রহ করেছেন। এরপর থেকেই ঘটনা আরও বড় আকার নেয়।
রাজৌন থানার আধিকারিক ঋষি রাজ জানান ইতিমধ্যেই বাঙ্কার এসপি অফিসে বারাহাট থানার এসএইচও দীপক পাসওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
advertisement
পুলিশ সূত্রে খবর, ওই ঘটনার সময় বারাহাট থানার অফিসার ইন চার্জ দীপক পাসওয়ান গাড়ির মধ্যেই ছিলেন। সেই সময়েই তিনি ঋষি রাজ সিং-কে অকথ্য ভাষায় গালি গালাজ করেন এবং শারীরিক ভাবে নিগ্রহ করেন। এর মাঝেই ঋষি তাঁর অধস্তন কর্মী দীপককে বলেন ভদ্র ভাবে কথা বলতে কিন্তু, অভিযোগ তিনি না শোনেন নি উলটে তাঁর বুকে একের পর এক ঘুষি মারতে থাকেন।
advertisement
এরপরেই ঋষি লিখিতভাবে অভিযোগ জানান। তিনি চিঠিতে লেখেন, তিনি পদে ঊর্ধ্বতন জেনেও দীপকের ব্যবহারে কোনও পরিবর্তন আসে নি। এবং তিনি তাঁকে শারীরিক নির্যাতন করতে থাকেন।
এরজন্যেই তিনি বাঙ্কা জেলার এসপি ডঃ সত্য প্রকাশকে অভিযোগ জানিয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 14, 2024 8:52 PM IST