Bihar Assembly Elections Update: 'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই আসন রফার মধ্যে দিয়েই বিজেপি এক ঢিলে অনেক পাখি মারল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
শেষ পর্যন্ত বিহার বিধানসভা নির্বাচনের জন্য জেডিইউ সহ শরিক দলগুলির সঙ্গে আসন রফা চূড়ান্ত করে ফেলল বিজেপি৷ রবিবার রাতেই এই আসন রফা চূড়ান্ত হয়েছে৷
এনডিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারের ২৪৩টি আসনের মধ্যে বিজেপি এবং জেডিইউ ১০১টি করে আসনে লড়বে৷ অন্যদিকে চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টির জন্য ছাড়া হয়েছে ২৯টি আসন৷ জিতেন রাম মাঝি-র দল হ্যাম এবং উপেন্দ্র কুশওয়ার দল আরএলএম-এর জন্য ছাড়া হয়েছে ৬টি করে আসন৷
তবে এই আসন রফার মধ্যে দিয়েই বিজেপি এক ঢিলে অনেক পাখি মারল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ প্রথমত, জেডিইউ-কে অতিরিক্ত আসন না ছেড়ে বিজেপি বুঝিয়ে দিল, বিহারে আর জেডিইউ-কে জোটের বড় দল হিসেবে মানতে রাজি নয় তারা৷ অন্যদিকে চিরাগ পাসওয়ানের এলজেপি-কে ২৯টি আসন ছাড়ার মধ্যে দিয়েও জেডিইউ-এর উপরে নির্ভরশীলতা কমিয়ে ফেলল বিজেপি৷
advertisement
advertisement
বিহারে জেডিইউ-কে যে তারা বাড়তি গুরুত্ব দিতে নারাজ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনেই সেই ইঙ্গিত দিয়েছিল বিজেপি৷ গত লোকসভা নির্বাচনে বিহারে ১৬টি আসনে লড়েছিল জেডিইউ৷ বিজেপি লড়াই করে ১৭টি আসনে৷ আবার যে চিরাগ পাসওয়ানের এলজেপি-র ভোট কাটার জন্য গত বিধানসভা নির্বাচনে বহু আসনে হারতে হয়েছিল জেডিইউ-কে, তাঁকেই এবার বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে৷
advertisement
রাজনৈতিক বিশেষজ্ঞদের ব্যাখ্যা, চিরাগকে তুষ্ট করে আসলে নীতীশকেই বার্তা দিয়ে রাখল পদ্ম শিবির৷ বিহারের দলিত মুখ হিসেবে চিরাগকেই তুলে ধরতে চাইছে বিজেপি৷ ভবিষ্যতেও বিজেপি যে রামবিলাস পাসওয়ানের পুত্রের উপরেই বিনিয়োগ করতে চাইছে, তাও স্পষ্ট করে দেওয়া হল৷ আবার চিরাগকে গুরুত্ব দিতে গিয়েই কমেছে জিতেন রাম মাঝির হ্যাম-এর আসন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2025 1:36 PM IST