Bihar Assembly Elections 2025: জোট থেকে বাদ, রেগে গিয়ে মহাজোটকেই কী হুঁশিয়ারি দিলেন ওয়াইসি? জমে গেল বিহারের ভোট

Last Updated:

বিহারে এবারের বিধানসভা ভোটে এআইএমআইএম-কে নিজেদের জোটে রাখেনি ইন্ডিয়া জোট৷

মহাজোটকে হুঁশিয়ারি ওয়াইসির৷
মহাজোটকে হুঁশিয়ারি ওয়াইসির৷
বিহারে বিধানসভা ভোটের লড়াই আরও জমিয়ে দিল এআইএমআইএম৷ দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি জানিয়ে দিলেন, বিহার নির্বাচনে অন্তত ১০০টি আসনে লড়ার পরিকল্পনা নিচ্ছে তাঁর দল৷ ২০২০ সালের ভোটে কুড়িটির মতো আসনে লড়েছিল এআইএমআইএম৷
বিহারে এবারের বিধানসভা ভোটে এআইএমআইএম-কে নিজেদের জোটে রাখেনি ইন্ডিয়া জোট৷ বিহারে যা মহাজোট নামেই পরিচিত৷ এর পরেই একশো আসনে লড়ার হুঁশিয়ারি দিয়েছেন ওয়াইসি৷
সংবাদসংস্থা পিটিআই-ভাসাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াইসি বলেছেন, বিজেপি-জেডিইউ অথবা কংগ্রেস-আরজেডি জোটের বাইরে বিহারে তৃতীয় বিকল্প হয়ে ওঠার চেষ্টা করছে তাঁর দল৷
advertisement
ওয়াইসি বলেন, ‘আমরা একশোটি আসনে লড়াইয়ের পরিকল্পনা করছি৷ এনডিএ এবং মহাজোট আমাদের উপস্থিতি টের পেতে বাধ্য হবে৷’ ওয়াইসি আরও দাবি করেন, ২০২০ সালে এআইএমআইএম-এর বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ ভোট ভাগ করার অভিযোগ তুলেছিল কংগ্রেস-আরজেডি৷ এবার আর সেই অভিযোগ তুলতে পারবে না তারা৷ কারণ হিসেবে ওয়াইসি অভিযোগ করেছেন, জোট করতে চেয়ে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদবকে চিঠি লিখেছিলেন তিনি৷ কিন্তু কোনও সাড়া পাননি৷ তার পরেই একা ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর দল৷
advertisement
তবে এআইএমআইএম প্রধান জানিয়েছেন, তৃতীয় জোট গঠনের জন্য সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে তাদের আলোচনা চলছে৷ সেই চেষ্টা ফলপ্রসূ হবে কি না, তা কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হবে৷
আগামী ৬ এবং ১১ নভেম্বর দু দফায় বিহারের ২৪৩টি আসনে নির্বাচন হবে৷ তবে এখনও এনডিএ অথবা মহাজোট, কেউই শরিক দলগুলির মধ্যে আসন রফা চূড়ান্ত করতে পারেনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Elections 2025: জোট থেকে বাদ, রেগে গিয়ে মহাজোটকেই কী হুঁশিয়ারি দিলেন ওয়াইসি? জমে গেল বিহারের ভোট
Next Article
advertisement
Success Story: বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁরাই ১০০ কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন
বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁদেরই ১০০ কোটি টাকার ব্যবসা !
  • বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন

  • এখন তাঁদেরই ১০০ কোটির ব্যবসা !

  • জেনে নিন তাঁদের সাফল্যের কাহিনি

VIEW MORE
advertisement
advertisement