Bihar Assembly Election Results: বিহার ভোটের ফল ঘোষণার শুরুতেই চমকের পর চমক! এনডিএ এগিয়ে, তবে জোর টক্কর তেজস্বীদেরও! তারকা প্রার্থীদের কে এগিয়ে, কে পিছিয়ে, দেখে নিন!

Last Updated:

Bihar Assembly Election Results: প্রথমবার ভোটের ময়দানে নেমেছেন প্রশান্ত কিশোর। ঝড় তুলেছিলেন প্রচারেও। সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে চমকে দিয়েছিলেন সমালোচকদের।

কে জিতবে বিহারে?
কে জিতবে বিহারে?
পটনা: বিহার বিধানসভা নির্বাচনে ভোটের ফলাফল প্রকাশ শুরু হতেই একের পর এক চমক। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এবার ফের একবার বিজেপি-জেডিইউ-এলজেপি জোট ক্ষমতায় ফিরতে পারে সেই রাজ্যে। তবে সমীকরণ তছনছ করে কী আরজেডি-কংগ্রেস-বামেদের মহাজোট পারবে ক্ষমতা দখল করতে? পোস্টাল ব্যালটের গণনায় ইঙ্গিত মিলছে, সকাল ৮টা ৫৫ মিনিটের হিসাব অনুসারে, এনডিএ এগিয়ে রয়েছে ১৩০টি আসনে। বিরোধীদের ‘মহাগঠবন্ধন’ এগিয়ে আছে ৬০ আসনে। সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে। শুরুতে পোস্টাল ব্যালটের গণনা হয়েছে। তাতে প্রাথমিক আভাস মিলছে এনডিএ এগিয়ে রয়েছে।
advertisement
প্রথমবার ভোটের ময়দানে নেমেছেন প্রশান্ত কিশোর। ঝড় তুলেছিলেন প্রচারেও। সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে চমকে দিয়েছিলেন সমালোচকদের। কিন্তু বিহারের রাজনীতিতে যে সেই ভাবে দাগ কাটতে পারেননি, তা বোঝা গিয়েছিল বুথ ফেরত সমীক্ষাতেই। তাঁর দল বড়জোর ৫টি আসনে জিততে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত ৩টি আসনে এগিয়ে রয়েছে জন সুরজ পার্টি।
advertisement
advertisement
তারাপুর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন বিজেপি নেতা তথা বিদায়ী উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। অপর বিদায়ী উপমুখমন্ত্রী বিজয় কুমার সিংহও এগিয়ে রয়েছেন লখীসরায় থেকে।
প্রচারের সময়ে গুলি চলেছিল মোকামায়। মৃত্যু হয়েছিল জন সুরাজ পার্টিক সমর্থন দুলারচাঁদ যাদবের। সেই মোকামা আসনে এগিয়ে জেডিইউ প্রার্থী অনন্ত সিং। ওই কেন্দ্রের আরজেডি প্রার্থী বীণা দেবী (অনন্ত সিংয়ের ‘বাহুবলী’ প্রতিদ্বন্দ্বী সুরজভান সিংয়ের স্ত্রী) অনেকটাই পিছিয়ে।
advertisement
দল ও পরিবার থেকে বহিষ্কারের পরে নতুন দল গড়েছিলেন লালুপ্রসাদ যাদবের বড়ছেলে তেজপ্রতাপ যাদব। জনশক্তি জনতা দল নিয়ে ভোটের ময়দানে জোর প্রচারও করেছিলেন। নিজে দাঁড়িয়েছিলেন মহুয়া কেন্দ্র থেকে। লড়াইয়ে আপাতত এগিয়ে আছেন তিনি। এগিয়ে আছেন মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবও।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Election Results: বিহার ভোটের ফল ঘোষণার শুরুতেই চমকের পর চমক! এনডিএ এগিয়ে, তবে জোর টক্কর তেজস্বীদেরও! তারকা প্রার্থীদের কে এগিয়ে, কে পিছিয়ে, দেখে নিন!
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement