Bihar Assembly Oath Ceremony: বৃহস্পতিতেই মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের! তার আগে অঙ্ক কষে মন্ত্রিত্ব বণ্টন, দফায় দফায় বৈঠক JD(U) - BJPর

Last Updated:

জানা যাচ্ছে, আগামিকাল নীতীশ কুমারের সঙ্গে ২২ জন মন্ত্রীও মন্ত্রিপদে শপথ নিতে পারেন৷ মন্ত্রিত্ব পেতে পারে ৯ মন্ত্রী, জেডি(ইউ) ১০, চিরাগ পাসোয়ানের LJP (Ram Vilas) ৩টি ও জিতন রাম মাজর হিন্দুস্তানি আওয়ামি মোর্চা এবং উপেন্দ্র কুশাওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা পেতে পারে ১টি করে মন্ত্রিত্ব৷

News18
News18
পটনা: বৃহস্পতিবার রাজকীয় শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে রেকর্ড ১০ম বারের জন্য ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন নীতীশ কুমার৷ বুধবার তাঁকে সমবেত ভাবে বিধায়কদলের নেতা বাছাই করেছে জেডি(ইউ) বিধায়কেরা। অন্যদিকে জানা যাচ্ছে, এসবের মাঝেই উপ মুখ্যমন্ত্রিত্ব, বিধানসভার অধ্যক্ষ এবং মন্ত্রী পদের নাম, সংখ্যা নিয়ে দুরন্ত দড়ি টানাটানি চলছে এনডিএ-র অন্দরে৷ দিল্লিতে দফায় দফায় বৈঠকে বসছেন জেডি(ইউ) এবং বিজেপি-র শীর্ষ নেতারা৷ তৈরি হচ্ছে ফাইনাল পাওয়ার-শেয়ারিং ফর্মুলা
advertisement
জানা যাচ্ছে, আগামিকাল নীতীশ কুমারের সঙ্গে ২২ জন মন্ত্রীও মন্ত্রিপদে শপথ নিতে পারেন৷ মন্ত্রিত্ব পেতে পারে ৯ মন্ত্রী, জেডি(ইউ) ১০, চিরাগ পাসোয়ানের LJP (Ram Vilas) ৩টি ও জিতন রাম মাজর হিন্দুস্তানি আওয়ামি মোর্চা এবং উপেন্দ্র কুশাওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা পেতে পারে ১টি করে মন্ত্রিত্ব
advertisement
advertisement
বিজেপির কোটা থেকে সম্রাট চৌধুরী, বিজয় সিনহা, নিতিন নবীন, রেণু দেবী, মঙ্গল পাণ্ডে, নীরজ বাবলুর নাম রয়েছে সামনের দিকে৷ অন্যদিকে, সূত্রের খবর, মন্ত্রিত্ব বণ্টনে জাতপাতের অঙ্ক কষছে বিজেপিভূমিহার থেকে ২ জন, অতিদলিত থেকে ২ জন এবং ব্রাহ্মণ ও রাজপুত সম্প্রদায় থেকে ১ জন করে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে৷ তালিকায় রাখা হচ্ছে কায়স্থ এবং বৈশ্যদেরও৷
advertisement
অন্যদিকে, জেডি(ইউ) ১০ মন্ত্রীর কোটায় থাকছে বিজয় চৌধুরী, শ্রাওয়ান কুমার, অশোক চৌধুরী, জামা খানদের নাম৷ জাতপাতের অঙ্ক মাথায় রাখছে জেডি(ইউ)-ও৷ মন্ত্রিত্ব ভাগাভাগি করা হচ্ছে ৪ জন দলিত সম্প্রদায়ের, মুসলিম, যাদব, অতিদলিত, রাজপুত ও ভূমিহারদের মধ্যে৷
advertisement
সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, জেডি(ইউ) এবং বিজেপি দুই দলই বিধানসভার অধ্যক্ষের পদের জন্য জোর চেষ্টা চালাচ্ছেন৷ বিদায়ী নীতীশ সরকারে এই পদে ছিলেন বিজেপির নন্দকিশোর যাদব৷ ডেপুটি স্পিকার ছিলেন জেডি(ইউ)-র নারায়ণ যাদব৷
advertisement
অন্যদিকে, পরবর্তী স্পিকার হিসাবে জোর চর্চায় রয়েছে প্রবীণ জেডি(ইউ) নেতা বিজয় চৌধুরীর নাম৷ রয়েছে প্রবীণ বিজেপি নেতা প্রেম কুমারের নামও৷
advertisement
নীতীশের নতুন মন্ত্রিসভায় ৫-৬ টি নতুন মুখ পাওয়ার যাবে বলে মনে করা হচ্ছে৷ তার মধ্যে দু’টি থাকবে এলজেপি(রাম বিলাস) ও হ্যাম পার্টির জন্য৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Oath Ceremony: বৃহস্পতিতেই মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের! তার আগে অঙ্ক কষে মন্ত্রিত্ব বণ্টন, দফায় দফায় বৈঠক JD(U) - BJPর
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement