Bihar Assembly Oath Ceremony: বৃহস্পতিতেই মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের! তার আগে অঙ্ক কষে মন্ত্রিত্ব বণ্টন, দফায় দফায় বৈঠক JD(U) - BJPর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জানা যাচ্ছে, আগামিকাল নীতীশ কুমারের সঙ্গে ২২ জন মন্ত্রীও মন্ত্রিপদে শপথ নিতে পারেন৷ মন্ত্রিত্ব পেতে পারে ৯ মন্ত্রী, জেডি(ইউ) ১০, চিরাগ পাসোয়ানের LJP (Ram Vilas) ৩টি ও জিতন রাম মাজর হিন্দুস্তানি আওয়ামি মোর্চা এবং উপেন্দ্র কুশাওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা পেতে পারে ১টি করে মন্ত্রিত্ব৷
পটনা: বৃহস্পতিবার রাজকীয় শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে রেকর্ড ১০ম বারের জন্য ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন নীতীশ কুমার৷ বুধবার তাঁকে সমবেত ভাবে বিধায়কদলের নেতা বাছাই করেছে জেডি(ইউ) বিধায়কেরা। অন্যদিকে জানা যাচ্ছে, এসবের মাঝেই উপ মুখ্যমন্ত্রিত্ব, বিধানসভার অধ্যক্ষ এবং মন্ত্রী পদের নাম, সংখ্যা নিয়ে দুরন্ত দড়ি টানাটানি চলছে এনডিএ-র অন্দরে৷ দিল্লিতে দফায় দফায় বৈঠকে বসছেন জেডি(ইউ) এবং বিজেপি-র শীর্ষ নেতারা৷ তৈরি হচ্ছে ফাইনাল পাওয়ার-শেয়ারিং ফর্মুলা৷
advertisement
জানা যাচ্ছে, আগামিকাল নীতীশ কুমারের সঙ্গে ২২ জন মন্ত্রীও মন্ত্রিপদে শপথ নিতে পারেন৷ মন্ত্রিত্ব পেতে পারে ৯ মন্ত্রী, জেডি(ইউ) ১০, চিরাগ পাসোয়ানের LJP (Ram Vilas) ৩টি ও জিতন রাম মাজর হিন্দুস্তানি আওয়ামি মোর্চা এবং উপেন্দ্র কুশাওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা পেতে পারে ১টি করে মন্ত্রিত্ব৷
advertisement
advertisement
বিজেপির কোটা থেকে সম্রাট চৌধুরী, বিজয় সিনহা, নিতিন নবীন, রেণু দেবী, মঙ্গল পাণ্ডে, নীরজ বাবলুর নাম রয়েছে সামনের দিকে৷ অন্যদিকে, সূত্রের খবর, মন্ত্রিত্ব বণ্টনে জাতপাতের অঙ্ক কষছে বিজেপি৷ ভূমিহার থেকে ২ জন, অতিদলিত থেকে ২ জন এবং ব্রাহ্মণ ও রাজপুত সম্প্রদায় থেকে ১ জন করে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে৷ তালিকায় রাখা হচ্ছে কায়স্থ এবং বৈশ্যদেরও৷
advertisement
অন্যদিকে, জেডি(ইউ) ১০ মন্ত্রীর কোটায় থাকছে বিজয় চৌধুরী, শ্রাওয়ান কুমার, অশোক চৌধুরী, জামা খানদের নাম৷ জাতপাতের অঙ্ক মাথায় রাখছে জেডি(ইউ)-ও৷ মন্ত্রিত্ব ভাগাভাগি করা হচ্ছে ৪ জন দলিত সম্প্রদায়ের, মুসলিম, যাদব, অতিদলিত, রাজপুত ও ভূমিহারদের মধ্যে৷
advertisement
সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, জেডি(ইউ) এবং বিজেপি দুই দলই বিধানসভার অধ্যক্ষের পদের জন্য জোর চেষ্টা চালাচ্ছেন৷ বিদায়ী নীতীশ সরকারে এই পদে ছিলেন বিজেপির নন্দকিশোর যাদব৷ ডেপুটি স্পিকার ছিলেন জেডি(ইউ)-র নারায়ণ যাদব৷
advertisement
অন্যদিকে, পরবর্তী স্পিকার হিসাবে জোর চর্চায় রয়েছে প্রবীণ জেডি(ইউ) নেতা বিজয় চৌধুরীর নাম৷ রয়েছে প্রবীণ বিজেপি নেতা প্রেম কুমারের নামও৷
advertisement
নীতীশের নতুন মন্ত্রিসভায় ৫-৬ টি নতুন মুখ পাওয়ার যাবে বলে মনে করা হচ্ছে৷ তার মধ্যে দু’টি থাকবে এলজেপি(রাম বিলাস) ও হ্যাম পার্টির জন্য৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bihar
First Published :
November 19, 2025 1:26 PM IST

